ফের একবার ফেডারেশনের সঙ্গে ডিরেক্টর গিল্ডসের ঝামেলা বাঁধলো। যার ফলে আরও একবার অনিশ্চয়তার মুখে চলে গেল একাধিক ধারাবাহিকের ভবিষ্যৎ। এবার জি বাংলার একাধিক সিরিয়ালের শুটিং বন্ধের খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে পরিচালকের সঙ্গে নাকি নির্দেশনা বিভাগের কর্মীদের ব্যাপক ঝামেলা বেঁধেছে। যে কারণে তারা আর ওই পরিচালকের আওতায় কাজ করতে চাইছেন না।
কিছুদিন আগে কৌশিক মুখোপাধ্যায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে টেকনিশিয়ান সংগঠনের সদস্যদের মনোমালিন্য হয়েছিল। যার ফলে তাদের পরিচালিত ওয়েব সিরিজ এবং সিরিয়ালের শুটিং বন্ধ ছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল স্টুডিও পাড়ায়। পরিচালক সৃজিত রায়ের সঙ্গেও নাকি টেকনিশিয়ানের সদস্যদের সংঘাত বেঁধেছে। তার পরিচালিত দু-দুটি সিনেমার ভবিষ্যৎ এখন অন্ধকার।
সৃজিত রায় বর্তমানে জি বাংলাতে নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছে এই দুটি সিরিয়ালের পরিচালনার দায়িত্বে রয়েছেন। কিন্তু তার পরিচালিত সিরিয়ালের শুটিং হঠাৎ বন্ধ হয়ে গেল। শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের টিআরপি বেশ ভালই। অন্যদিকে রুবেল দাস এবং পল্লবী শর্মার নিম ফুলের মধুর টিআরপি আগে ভাল ছিল কিন্তু স্লট বদলের পর ক্রমশ নামছে। এমনিতেই এই সিরিয়ালটি এই মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু স্টুডিও পাড়ার অন্দরের সমস্যার কারণে এই দুটি সিরিয়ালের কাজ হঠাৎ বন্ধ হল।
আরও পড়ুন : আসছে বড় চমক! গৃহপ্রবেশ সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন নতুন নায়িকা
এই দুটি সিরিয়ালের শিল্প নিদর্শনা বিভাগের কর্মীরা হঠাৎ করেই কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। যতদিন না পরিচালকের সঙ্গে তাদের সমস্যা মিটছে ততদিন শুটিংয়ের কাজ বন্ধ থাকবে। তবে এতে এখনই সিরিয়ালের সম্প্রচার বন্ধ হবে না। কারণ আপাতত স্টকে থাকা সিরিয়ালের এপিসোডের সম্প্রচার হবে কিছুদিন। কিন্তু যদি স্টুডিও পাড়ার অন্তরের সমস্যার সমাধান দ্রুত না হয় তখন সিরিয়ালের সম্প্রচারেও সমস্যা দেখা দিতে পারে। যদিও এই বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ স্টুডিও পাড়া।