রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার এই ২ ধারাবাহিক, কলা-কুশলীদের মাথায় হাত

চলতি বছরে বেশ অনেকগুলি ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছিল জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসায়। একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার পাশাপাশি নতুন ধারাবাহিকও এসেছে টিভির পর্দায়। ২০২৩ সাল এখন শেষ লগ্নে। নতুন বছর শুরু হওয়ার আগেই জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা গেল।

ধারাবাহিকের গল্প এবং টিআরপি যদি ভালো না হয় তাহলে সেই ধারাবাহিককে বিদায় নিতে হয় টেলিভিশনের পর্দা থেকে। একসময় একটি ধারাবাহিক বছরের পর বছর চলত নির্দ্বিধায়, কিন্তু এখন একটি ধারাবাহিক এক বছরও সাফল্যের সঙ্গে চলে না। দর্শকদের চাহিদা অনুযায়ী না চলতে পারলেই বন্ধ করে দেওয়া হয় সেই ধারাবাহিককে, শূন্যস্থান নেয় নতুন গল্প, নতুন ধারাবাহিক।

ICCHE PUTUL

এবার জি বাংলার যে দুটি ধারাবাহিকের শেষ হওয়ার কথা শোনা যাচ্ছে, সেই দুটির মধ্যে একটি হল ‘ইচ্ছে পুতুল’। ইচ্ছে পুতুলের গল্পটি যেভাবে এগোচ্ছে তাতে বোঝা যাচ্ছে এবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে সিরিয়ালটি। এই মুহূর্তে ময়ূরীর ষড়যন্ত্রে মেঘ মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং অন্যদিকে নীলের বোন গিনি প্রাণপণ চেষ্টা করছে যাতে আসল সত্যিটা সবার সামনে উঠে আসে।

ধারাবাহিকের গল্প দেখে আন্দাজ করা যাচ্ছে এই বছর না হলেও আগামী বছরের প্রথম দিকেই শেষ হয়ে যাবে ইচ্ছে পুতুল। সবার সামনে ফাঁস হয়ে যাবে ময়ূরী এবং রূপের ষড়যন্ত্রের কথা। ইচ্ছে পুতুলের শেষে যাতে মেঘ এবং নীলের যাতে মিলন হয় সেটাই চাইছেন দর্শকরা। তবে শুধু ‘ইচ্ছে পুতুল’ নয়, আরও একটি ধারাবাহিক দাঁড়িয়ে রয়েছে বন্ধের দোরগোড়ায়।

ICCHE PUTUL

আরও পড়ুন : জি বাংলা ও স্টার জলসায় আসছে ৫টি নতুন সিরিয়াল, দেখুন সম্প্রচারের দিনক্ষণ

‘ইচ্ছে পুতুল’ ছাড়াও যে ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে আগামী বছর, সেটি হল ‘মিলি’। মাত্র কয়েক মাস আগেই শুরু হওয়া ‘মিলি’ কিছুতেই জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না। মিলির এই ফলাফল দেখে বেশ আশাহত তার প্রোডাকশন হাউস। সাপ্তাহিক টিআরপি তালিকায় ভালো ফলাফল না করার ফলেই অবশেষে প্রোডাকশন হাউসকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

MILI

আরও পড়ুন : ভারতের সবথেকে জঘন্য সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল সমীক্ষার ফলাফল

তবে কবে ‘মিলি’ এবং ‘ইচ্ছে পুতুল’ বন্ধ হবে সে কথা এখনো জানা যায়নি। জানা যায়নি এই দুটি ধারাবাহিক শেষ হবার পর তাদের শূন্যস্থান নেবে কোন দুটি নতুন ধারাবাহিক। নতুন সিরিয়ালের প্রমো না আসা পর্যন্ত তাই কোন কিছুই সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের গোড়ার দিকে নতুন ধারাবাহিকের প্রমো মুক্তি পাবে জি বাংলার তরফ থেকে।