জি বাংলায় আসছেন ‘কড়িকোমল’ টুম্পা! এই সিরিয়ালে দেখা যাবে তাকে

অবশেষে দর্শকদের সব অপেক্ষার অবসান হল। বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন ‘কড়িকোমল’ টুম্পা। বহু বছর পর আবার সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে রাগে অনুরাগে সিরিয়ালের নায়িকা টুম্পা ঘোষকে। জি বাংলার একটি নতুন সিরিয়ালে দেখা যাবে। জি বাংলাতে সদ্য শুরু হয়েছে এই সিরিয়াল। টুম্পা সেখানে সেকেন্ড লিড হবেন। নায়িকা নয়, এবার খলনায়িকা হিসেবে টিভি সিরিয়ালে প্রবেশ করছেন টুম্পা ঘোষ।

কোন সিরিয়ালে দেখা যাবে টুম্পাকে?

জি বাংলাতে বর্তমানে সন্ধে সাড়ে ছটার সময় চিরদিনই তুমি যে আমার সম্প্রচারিত হচ্ছে। টুম্পা পাল এই সিরিয়ালেরই নায়িকা হয়ে আসতে চলেছেন। দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের এই সিরিয়ালটি দর্শকরা বেশ পছন্দ করছেন। এবার এই সিরিয়ালের গল্পে টুইস্টের মাত্রা বাড়তে চলেছে। একাধিক নতুন মুখ প্রবেশ করবেন গল্পে। এরমধ্যে নায়কের প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য টুম্পা পাল সিরিয়ালে প্রবেশ করবেন।

 Tumpa Ghosh

ইতিমধ্যেই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের গল্প সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে। এতে জানা গিয়েছে আর্যর স্ত্রী রাজনন্দিনীর কথা। আর্য নাকি সম্পত্তি পাওয়ার লোভে তার প্রথম স্ত্রী রাজনন্দিনীকে খুন করেছে। সেই রাজনন্দিনী পরের জন্মে অপর্ণা রূপে জন্ম নেয়। এরপর সে রাজনন্দিনীর মৃত্যুর প্রতিশোধ নেবে। রাজনন্দিনীর চরিত্রের জন্যই টুম্পাকে গল্পে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : চূড়ান্ত নোংরামি চলছে! অবিলম্বে জি বাংলার সিরিয়াল বন্ধ করার দাবি তুললেন দর্শকরা

 Chirodini Tumi Je Amar

আরও পড়ুন : রাঙামতি তীরন্দাজের রাঙামতি আসলে কে? রইল স্টার জলসার নবাগতা নায়িকার পরিচয়

চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আসছে নতুন টুইস্ট

শুধু হওয়ার কয়েকদিন পর্যন্ত গল্প আর্য এবং অপর্ণাকে নিয়ে এগিয়েছে। এবার গল্পে নতুন চমক আনতে একে একে প্রবেশ করবেন দেবযানী চট্টোপাধ্যায় এবং অর্কজ্যোতি পাল। বাংলা সিরিয়ালের বেশ দাপুটে খল নায়িকা দেবযানী। তাকে আর্যর মায়ের ভূমিকায় দেখা যাবে। আবার মতান্তরে তাকে রাজনন্দিনীর মায়ের ভূমিকাতেও দেখানো হতে পারে। আর অর্কজ্যোতি পালও একজন দাপুটে খলনায়ক। তাকে এই সিরিয়ালে আর্যর ভাই অর্ঘ্য সিংহ রায়ের ভূমিকাতে দেখানো হবে।