কবে কোন স্লটে আসছে তুই আমার হিরো? কপাল পুড়লো এই মেগা সিরিয়ালের

একদিন আগেই প্রকাশ পেয়েছে ঝলক। ২৪ ঘণ্টার মধ্যেই নতুন সিরিয়ালের প্রোমো শেয়ার করে টাইম স্লট ঘোষণা করে দিল জি বাংলা। আসছে রুবেল দাস এবং মোহনা মাইতির নতুন সিরিয়াল তুই আমার হিরো। সুপারস্টারের সঙ্গে একটি সাধারণ মেয়ের প্রেম এবং বিয়ে, তারপর কী হয়? সেটাই এই নতুন সিরিয়ালের প্রধান বিষয়বস্তু। কবে কোন স্লটে আসছে এই নতুন সিরিয়ালটি?

আসছে তুই আমার হিরো

নিম ফুলের মধু ছেড়ে বেরোতে না বেরোতেই নতুন সিরিয়ালের সুযোগ পেয়ে গেলেন রুবেল দাস। অন্যদিকে কে প্রথম কাছে এসেছি সিরিয়ালের পর এবার জি বাংলার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরছেন মোহনা মাইতি। আগামী ১০ই মার্চ থেকে এই নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হবে। আবার ওই একই দিনে আসছে চিরদিনই তুমি যে আমার নামের আরও একটি সিরিয়াল। সন্ধ্যে সাড়ে ছটার সময় এই সিরিয়ালের সম্প্রচার হবে। আর তুই আমার হিরো পেল সন্ধ্যা ৬টার স্লট।

Tui Amar Hero

এতদিন ওই সন্ধে ছটার স্লটে রুবেলেরই নিম ফুলের মধু সিরিয়ালের সম্প্রচার হত। ৯ই মার্চ এই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। তার জায়গা নেবে রুবেলেরই নতুন সিরিয়াল। তাই নিম ফুলের মধু শেষ হলেও রুবেল ভক্তরা কিন্তু নতুন এই সিরিয়ালের খবরে বেশ খুশি। ওই একই স্লটে এবার নতুন গল্পে, নতুন রূপে ধরা দেবেন রুবেল। নতুন গল্পে তিনি একজন সুপারস্টার। শহর জুড়ে তার বড় বড় হোর্ডিং আছে। তবে এই নায়কের বিয়ে হয়েছে খুবই সাধারণ একটি মেয়ের সঙ্গে। শ্বশুরবাড়িতে যাকে কদর করে না কেউ। তবে তার পক্ষে সব সময় থাকেন তার ঠাকুমা শাশুড়ি।

আরও পড়ুন : কপাল পুড়লো জনপ্রিয় মেগার! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের টাইম স্লট

Tui Amar Hero

আরও পড়ুন : বদলে গেল সোনা-রূপা, লিপ নিল অনুরাগের ছোঁয়া! আসছে জব্বর টুইস্ট

প্রোমোতে দেখা গেল নায়িকা তার সুপারস্টার বরের জন্মদিনের পায়েস নিজের হাতে বানিয়ে নিয়ে যায় সেটে। নায়ক অন্য নায়িকার সঙ্গে রোমান্টিক শুটিং করার সময় মাঝখানে ঢুকে পড়ে সে পায়েসের টিফিন বক্স নিয়ে। নায়ক সেটা খেতে অস্বীকার করে। তবে নায়িকাও নাছোড়বান্দা। জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত নায়ক পায়েস খাবে ততক্ষণ সে সেখান থেকে নড়বে না। শুটিং থাকবে বন্ধ। প্রোমোতে বেশ স্পষ্ট রুবেল এবং মোহনার বিয়ে হলেও তাদের সম্পর্ক আদায়-কাঁচকলায়। কীভাবে এদের বিয়ে হল এবং আগামী দিনে কীভাবে এদের প্রেম হবে সেটাই দেখার।