টিআরপি তালিকায় অবিশ্বাস্য রেজাল্ট, সবাইকে টপকে বাংলার সেরা এই সিরিয়াল

বৃহস্পতিবার নয়, ২০২৩ সালের অন্তিম সপ্তাহের টিআরপি (TRP) তালিকা এবার একদিন দেরি করেই বেরোলো। বৃহস্পতিবারের বদলে শুক্রবার এসে হাজির বাংলা সিরিয়ালের ফলাফল। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) সিরিয়ালগুলো কে কত নম্বর পেল? এই সপ্তাহের বেঙ্গল টপার কে? রইল সেরা ১০ টি বাংলা সিরিয়ালের টিআরপি ফলাফল (Target Rating Point)।

দীপা, জগদ্ধাত্রী, শিমুল বা ফুলকি কেউই নয়, এই সপ্তাহের সব থেকে বেশি নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে পর্ণা। পর্ণা এবং সৃজনের বিয়ে এবং সেই নিয়ে যে ঘটনার ঘনঘটা ঘটেই চলেছে তার পরিপ্রেক্ষিতে নিম ফুলের মধু এই সপ্তাহে কেড়ে নিল বেঙ্গল টপারের আসন। ৯.২ নম্বর নিয়ে নিম ফুলের মধু রয়েছে প্রথম স্থানে।

Jagaddhatri

সামান্য কয়েকটা নম্বরের ব্যবধানে দ্বিতীয় স্থানে ছিটকে গিয়েছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী ৮.৯ নম্বর পেয়েছে। অন্যদিকে জি বাংলার ফুলকিও এই সপ্তাহে ভালোই রেজাল্ট করেছে। ফুলকি ৮.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। অর্থাৎ দেখতে গেলে প্রথম দশের মধ্যে প্রথম তিনটি আসনই এবার জি বাংলার দখলে। চতুর্থ স্থানে রয়েছে গীতা এলএলবি।

স্টার জলসার নতুন সিরিয়াল গীতা এলএলবি প্রথম সপ্তাহ থেকেই রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে। ৭.৯ নম্বর পেয়ে এই সপ্তাহে স্টার জলসার চ্যানেল টপার এবং সেই সঙ্গে টিআরপিতে চতুর্থ স্থানে রইল গীতা। পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭.৮। জি বাংলার এই সিরিয়ালটির এটাই প্রথম সপ্তাহের ফলাফল।

Kon Gopone Mon Bheseche 1

আরও পড়ুন : ভারতের সবথেকে জঘন্য সিরিয়াল কোনটি?

অর্থাৎ গীতার মত কোন গোপনে মন ভেসেছেও প্রথম সপ্তাহেই সেরা ৫ এর মধ্যে ঢুকে পড়লো। ষষ্ঠ স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। ৭.৬ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। তোমাদের রানী পেয়েছে ৭ নম্বর। সপ্তম স্থানে রয়েছে এই সিরিয়াল। অনুরাগের ছোঁয়া অষ্টম স্থানে রয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। দিনে দিনে কমছে স্টার জলসার একসময়ের চ্যানেল টপার সিরিয়ালের নম্বর।

SANDHYATARA

আরও পড়ুন : ২০২৩-এ সেরা সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রেজাল্ট

নবম স্থানে রয়েছে সন্ধ্যাতারা। ফুলকির কাছে স্লট হারিয়ে ৬.৬ নম্বর নিয়ে কোনো রকমে সেরা ১০ এর তালিকাতে নাম টিকিয়ে রেখেছে এই সিরিয়াল। দশম স্থানে রয়েছে জল থৈ থৈ ভালোবাসা। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.৫। অন্যদিকে ইচ্ছে পুতুল, মিলি, তুঁতের মত সিরিয়ালগুলোর টিআরপি খুবই কম। এরকম চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হতে পারে এই তিন সিরিয়াল।