গীতা নয় কথাও বাদ! সবাইকে টপকে টপার হল এই বাংলা সিরিয়াল

সন্ধ্যে নামলেই চ্যানেলে চ্যানেলে টিআরপি (TRP) দখলের লড়াই শুরু হয়ে যায় সিরিয়ালগুলোর মধ্যে। প্রধানত জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসাতেই (Star Jalsha) এই রেষারেষি বেশি টের পাওয়া যায়। আর সেই ফলাফল প্রকাশ পায় প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার। নিয়ম মত এই সপ্তাহেও প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। কে হল বেঙ্গল টপার? কারা রইলো সেরা দশের তালিকায়?

এই সপ্তাহে গীত এলএলবি এবং কথা সিরিয়ালে বেশ টানটান পর্ব চলেছে। কিন্তু তবুও বেঙ্গল টপারের আসন জোটেনি এই দুটি সিরিয়ালের কপালে। গীতা এবং কথাকে পেছনে ফেলে বেঙ্গল টপারের আসন দখল করেছে জি বাংলার ফুলকি। ফুলকির প্রাপ্ত নম্বর ৭.২। আর গীতা এলএলবি (Geeta LLB) এবং কথা (Katha) এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। দুটি সিরিয়ালই দ্বিতীয় স্থানে রয়েছে।

Neem Phooler Madhu

তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৪। চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৬.২‌। উড়ান, রোশনাই এবং শুভ বিবাহ, এই তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। স্টার জলসার এই ৩ সিরিয়াল রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭।

যৌথভাবে সপ্তম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং হরগৌরী পাইস হোটেল। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। অষ্টম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫। ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং তেঁতুল পাতা, এই দুটি সিরিয়াল ৪.৯ নম্বর পেয়ে নবম স্থানে আছে। দশম স্থানে আছে আনন্দী। আনন্দীর প্রাপ্ত নম্বর ৪.৬।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা শিশুশিল্পীরা এখন কোথায়? এখন তাদের দেখলে চিনতে পারবেন না

Dui Shalik

আরও পড়ুন : হয়ে গেল শেষ দিনের শুটিং! ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়লেন ‘লাবণ্য’ রূপাঞ্জনা

অন্যদিকে দুই শালিক সিরিয়ালটি ৩.৩ নম্বর পেয়েছে। নন ফিকশনের মধ্যে জি বাংলার সারেগামাপা পেয়েছে ৩.৯ নম্বর। দিদি নাম্বার ওয়ান এর সানডে এপিসোড পেয়েছে ৪.৯ নম্বর। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যতই ট্রোলিং চলুক না কেন রচনা ব্যানার্জীকে নিয়ে, টিআরপিতে কিন্তু খুব একটা প্রভাব পড়েনি দিদি নাম্বার ওয়ানের।