এই সপ্তাহের বেঙ্গল টপার কে? প্রকাশ্যে এল টিআরপির সেরা দশের তালিকা

চলে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা। বৃহস্পতিবার নিয়ম করে বাংলা সিরিয়ালের টিআরপি ফলাফল প্রকাশ পায়। এই সাপ্তাহিক রিপোর্ট কার্ড বহু সিরিয়ালের ভাগ্য গণনা করে। টিআরপি দেখেই এখন সিরিয়াল শুরু কিংবা বন্ধ করার সিদ্ধান্ত হয়। এই সপ্তাহে সেরা দশের তালিকায় কারা রইলো? স্টার জলসা এবং জি বাংলার মধ্যে বেঙ্গল টপার হল কে? দেখে নিন এক নজরে এই সপ্তাহের ফলাফল।

এই সপ্তাহের বেঙ্গল টপার সিরিয়াল কোনটি?

বিগত ছয় সপ্তাহের মতো সপ্তম সপ্তাহেও বেঙ্গল টপার হলো জি বাংলার পরিণীতা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮। শুধু টপার এর আসল নয়, সেরা ৩ এর আসন জি বাংলা ছিনিয়ে নিয়েছে স্টার জলসা থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। ৭.৫ নম্বর জোগাড় করে জগদ্ধাত্রী এক লাফে অনেকটাই উপরে উঠে এসেছে। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৩।

Geeta LLB

সেরা পাঁচের মধ্যে রয়েছে কোন কোন সিরিয়াল?

প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান হাত ছাড়া হলেও চতুর্থ স্থান জি বাংলার সঙ্গে সম্মিলিতভাবেই জয় করেছে স্টার জলসার গীতা এলএলবি। সেই সঙ্গে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। এই দুটো সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। আর পঞ্চম স্থানে আছে স্টার জলসার রাঙামতি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৫। ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার কথা। কথার প্রাপ্ত নম্বর ৬.৪।

আরও পড়ুন : ‘নোংরা চরিত্র’ ফাঁস করে দেবেন! ‘কথা’ সুস্মিতাকে হুমকি দিলেন প্রেমিক

Kothha

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় নায়কের সঙ্গে সিরিয়ালে ফিরবেন পল্লবী শর্মা

সেরা দশের মধ্যে জায়গা পেল কোন কোন সিরিয়াল?

সেরা ১০ এর তালিকাতে আরও বেশ কিছু সিরিয়াল রয়েছে। যেমন সপ্তম স্থানে আছে স্টার জলসার উড়ান। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টম স্থানে রয়েছে আনন্দী এবং মিত্তির বাড়ি। এই দুটো সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। নবম স্থানে রয়েছে গৃহপ্রবেশ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। আর দশম স্থানে রয়েছে স্টার জলসার চিরসখা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫।