জি বাংলা (Zee Bangla) বা স্টার জলসার ধারাবাহিকগুলির ভবিষ্যৎ যেমন নির্ভর করে থাকে টিআরপির (TRP) ওপর, ঠিক তেমনি রিয়ালিটি শো-গুলির জনপ্রিয়তা যাচাই করে তৈরি করা হয় টিআরপি তালিকা। এই সপ্তাহে কে এগিয়ে রইল নন ফিকশন টিআরপি দিক থেকে? ‘দাদাগিরি’ (Dadagiri) না ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One), কে কাকে টক্কর দিল? জানুন।
প্রতি সপ্তাহে বাংলা ধারাবাহিকগুলির জন্য যেমন মানুষ অপেক্ষা করে থাকে তেমনি রিয়ালিটি শো গুলিও ভীষণ প্রিয় মানুষের কাছে। নন ফিকশন অনুষ্ঠানগুলির মধ্যে সবথেকে এগিয়ে থাকে জি বাংলার ‘দাদাগিরি’ এবং ‘দিদি নাম্বার ওয়ান’। এই দুটি অনুষ্ঠানের মধ্যে সমানে চলে কড়া টক্কর। তবে পিছিয়ে থাকে না স্টার জলসাও। সপ্তাহের শেষে অনুষ্ঠানগুলির মাধ্যমে এই তালিকায় নিজের জায়গা করে নেয় স্টার জলসাও।
চলতি সপ্তাহের টিআরপি তালিকাতেও সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছে ‘দিদি নাম্বার ১’। সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও সঞ্চালনার মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন নতুন করে। সপ্তাহের সাতটা দিনই এই অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। পিছনেই রয়েছে ‘দাদাগিরি’।
ক্রিকেট পিচের বাইরে বাঙালির দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলীকে এইভাবে সামনে দেখতে পাবার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না। তবে নতুন সিজনে দাদা কিছুতেই পাল্লা দিতে পারছেন না রচনা দিদির সঙ্গে। বারবার পিছিয়ে পড়তে হচ্ছে সৌরভ গাঙ্গুলীকে। এই সপ্তাহ ‘দিদি নাম্বার ওয়ান’-কে টেক্কা দিতে পারল না ‘দাদাগিরি’।
নন ফিকশন টিআরপি তালিকা
৬.৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার নাম। ৬.০ নাম্বার পেয়ে সানডে ফিকশনের হাত ধরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসা। ‘দাদাগিরি’ রয়েছে তৃতীয় স্থানে। ৫.৭ নম্বর পেয়েছে ‘দাদাগিরি’।
আরও পড়ুন : মেয়ের বিরুদ্ধে চরম ক্ষোভ, একমাত্র মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় সৌরভ গাঙ্গুলী
আরও পড়ুন : চরম অঘটন সৌরভের পরিবারে! আকস্মিক বিপদে মহারাজের মাথায় পড়লো বাজ
৫.২ নম্বর পেয়ে শনিবার এবং রবিবারের ফিকশনের হাত ধরে চতুর্থ স্থানে উঠে এসেছে স্টার জলসা। ১.৪ নম্বর পেয়ে পঞ্চম অর্থাৎ শেষ স্থানে রয়েছে ‘ঘরে ঘরে জি বাংলা’। আগে প্রতিদিন দুপুরে দেখানো হতো এই অনুষ্ঠানটি, এখন সময় পরিবর্তন করে বিকেলে করে দেওয়া হয়েছে।