কিছুদিন আগেই বন্ধ হয়েছে তৃণা সাহা (Trina Saha), ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy) এবং কৌশিক রায় (Koushik Roy) অভিনীত সিরিয়াল ‘বালিঝড়’ (Bali Jhor)। টিআরপির অভাবেই মূলত বন্ধ হয়ে গিয়েছে লীনা গাঙ্গুলী (Leena Ganguly) -র এই সিরিয়ালটি। সিরিয়ালের গল্প এবং কাস্টিংয়ে ছিল বেশ চমক। কিন্তু প্রথম থেকেই যেভাবে ত্রিকোণ প্রেমের গল্পের উপর ভর দিয়ে এগিয়েছে সিরিয়াল তাতে দর্শকরা খুব একটা খুশি হননি।
‘বালি ঝড়’ মাত্র দুই মাস চলার পরই বন্ধ হয়ে গেল। বাংলা সিরিয়ালের ইতিহাসে এত কম সময়ের মধ্যে সিরিয়াল বন্ধ হওয়ার রেকর্ড নেই কোনও। এই মুহূর্তে স্টার জলসাতে লীনা গাঙ্গুলীর আরও দুটি সিরিয়াল চলছে, গুড্ডি এবং এক্কাদোক্কা (Ekka Dokka)। এই দুটি সিরিয়াল নিয়েও হচ্ছে বিস্তর সমালোচনা। বিশেষ করে এক্কাদোক্কার গল্প নিয়ে চর্চা হচ্ছে তুঙ্গে।
এখন এই সিরিয়ালটিতে চারজন নায়ক-নায়িকা রয়েছে। সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহার জুটির উপর ভর দিয়ে গল্প এগোলেও পরে রাধিকা এবং পোখরাজের ছাড়াছাড়ি হয়ে গেলে তাদের দুজনেরই জীবনে আসেন নতুন মানুষ। এখন রাধিকার জীবনে এসেছেন ডক্টর অনির্বাণ গুহ। এই চরিত্রে অভিনয় করছেন প্রতিক সেন। অন্যদিকে পোখরাজের জীবনেও নতুন প্রেম এসেছে।
কিন্তু এতেও নাকি খুশি নন লেখিকা লীনা গাঙ্গুলী। নায়ক-নায়িকার মধ্যে অদলবদল ঘটিয়ে গল্পে যা কেরামতি দেখানোর তিনি দেখিয়েছেন। এবার চতুষ্কোণ এই প্রেমের আরেকটি কোণ বাড়তে চলেছেন। কারণ গল্পে এবার এন্ট্রি নিতে চলেছেন একজন নতুন নায়িকা। তিনি আর কেউই নন, তৃণা সাহা। শীঘ্রই নাকি তিনি পা রাখতে চলেছেন এক্কাদোক্কার গল্পে।
আসলে এর আগে ‘মোহর’ সিরিয়ালে সোনামণি এবং প্রতীক সেনের জুটির জনপ্রিয়তা মাথায় রেখে তাদেরকে এক্কাদোক্কাতে ফিরিয়ে আনার কথা ভেবেছিলেন লীনা। ৩-৪ বছরের পুরনো সিরিয়াল ‘খোকাবাবু’তে প্রতীক এবং তৃণার জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাই এখন গল্পে নতুন টুইস্ট আনার জন্য নাকি প্রতীক ও তৃণাকে নিয়ে নতুন করে গল্প ভাবছেন লেখিকা।
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল, স্টার জলসার নায়কের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন জি বাংলার উর্মি
যদিও এই খবর আপাতত জল্পনার পর্যায়ে রয়েছে। কারণ সত্যি সত্যিই সিরিয়ালে তৃণা প্রবেশ করছেন কিনা তা নিশ্চিতভাবে জানা নেই। শোনা যাচ্ছে ডাক্তার অনির্বাণ গুহের প্রথম পক্ষের স্ত্রী হিসেবে এক নতুন চরিত্রের আবির্ভাব হতে চলেছে। সেই জায়গাতেই তৃণাকে আনা হবে বলে দর্শকরা অনুমান করে নিচ্ছেন।
আরও পড়ুন : মাত্র দেড় মাসেই বিদায় নিচ্ছে জি বাংলার নতুন এই সিরিয়াল, মাথায় হাত দর্শকদের