স্টার জলসাতে আসছে আরও এক নতুন সিরিয়াল। এই সিরিয়ালের হাত ধরে দীর্ঘ সময় পর আবার টেলিভিশনের পর্দায় ফিরবেন তৃণা সাহা। কলের বউ, খোকাবাবু, খড়কুটো থেকে বালিঝড়, একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তৃণা। শোনা যাচ্ছিল আবারও নাকি নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরবেন তিনি। অবশেষে সেই খবরে সীলমোহর পড়লো। জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে আবারও সিরিয়ালের ফিরলেন তৃণা।
এর আগে একাধিক সিরিয়ালে অভিনয় করলেও খড়কুটো সিরিয়ালের গুনগুন হিসেবে তৃণার জনপ্রিয়তা ছিল সবথেকে বেশি। যদিও তার পরের সিরিয়াল বালিঝড় টিআরপির অভাবে মাত্র দুই মাসেই বন্ধ হয়ে যায়। তারপর টেলিভিশন থেকে লম্বা ব্রেক নিয়ে নেন তৃণা। অবশেষে জলসার ঘরের মেয়ে আবার ঘরে ফিরতে চলেছেন। নতুন সিরিয়ালে তার নায়ক হবেন ইন্দ্রজিৎ বসু। এই খবরে সীলমোহর পড়ল স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতে।
প্রত্যেক বছরের মত এ বছরেও টেলিভিশনের পর্দায় আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। তাতে বর্তমানে যে সিরিয়ালগুলো চলছে সেখানকার নায়ক-নায়িকা এবং অন্যান্য অভিনেতারা যেমন থাকবেন, তেমনই আসন্ন সিরিয়ালের তারকারাও উপস্থিত থাকবেন। প্রোমোতে স্টার জলসার সিরিয়ালের সেরা জুটিদের পাশাপাশি নায়কের বাইকে চেপে এন্ট্রি নিতে দেখা গেল তৃণাকেও। নতুন এই সিরিয়ালের নাম অবশ্য জানা যায়নি। তবে সিরিয়ালে তৃণা এবং ইন্দ্রজিতের লুক প্রকাশ পেল এই প্রোমোতে।
বহুদিন বাদে আবার তৃণার সিরিয়ালে ফেরার খবর পেয়ে বেশ উৎসাহিত তার ভক্তরা। অভিনেত্রী হিসেবে সেরা নায়িকাদের তালিকায় থাকার যোগ্য দাবিদার তিনি। যদিও তার শেষ সিরিয়ালটি বিশেষ চলেনি, কিন্তু ইন্দ্রজিতের সঙ্গে তার জুটি এখন থেকেই দর্শকরা বেশ পছন্দ করছেন। সম্ভবত এই মাসেই তৃণা ও ইন্দ্রজিতের নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ পাবে। তাতে সিরিয়ালটির সম্পর্কে আরও বেশি কিছু জানা যাবে। আপাতত দর্শকদের নজর রয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের উপর। এই প্রোমো দেখে সোশ্যাল মিডিয়াতে নানা মুনির নানা মত পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন : রাতারাতি বন্ধের মুখে সব সিরিয়ালের শুটিং! মাথায় হাত স্টুডিও পাড়ার
আরও পড়ুন : ফিনালে সম্প্রচারের আগেই ফাঁস সারেগামাপা বিজয়ীদের নাম! কে পেল সেরার পুরস্কার?
নেট নাগরিকদের মধ্যে কেউ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের থিম নিয়ে প্রশ্ন তুলছেন। বাঙালির বারো মাসে ১৩ নয়, ১৪ পার্বণ, এই থিম রাখা হলেও প্রোমোতে নাকি বাঙালিয়ানা নেই বলেই দাবি করছেন দর্শকরা। কারণ এখানে শুধু তৃণা এবং অপরাজিতা আঢ্য ছাড়া বাকি সব নায়িকাদের ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে। তৃণা এবং অপরাজিতাই কেবল শাড়ি পরেছেন। প্রোমোতে গানটাও অনেকের পছন্দ হয়নি। তাদের দাবি যেন কোনও পার্টিতে ডিজে গান বাজছে আর সবাই তাতে উরাধুরা নাচছে। আগামী ১৬ ই মার্চ টেলিভিশনের পর্দায় এই অ্যাওয়ার্ড শোয়ের সম্প্রচার হবে।
View this post on Instagram