বিয়ে না করেও প্রেমিকের বিধবা হয়েই জীবন কাটিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী

Nanda and Mohan Desai’s Love Story : সিঁথিতে দেওয়া হয়নি সিঁদুর, গলায় ওঠেনি মঙ্গলসূত্র, বিধবা হয়েই জীবন কাটিয়ে দিলেন এই বলিউড সুন্দরী

Why Nanda Never Got Married : বলিউডের (Bollywood) অন্দরে এখন প্রেম ভাঙ্গা গড়ার গল্প প্রায় শুনতে পাই আমরা। এই ঠুনকো ভালবাসার মধ্যেই আজ এমন একজন অভিনেত্রীর ভালোবাসার কথা বলব যা আপনাকে মুগ্ধ করবে। বলিউডে এমন একজন অভিনেত্রী (Actress Nanda)  রয়েছেন যিনি সারাজীবন একজনকেই ভালবেসেছিলেন (Nanda and Mohan Desai’s Love Story )৷ তাঁদের প্রেমে বাগদান অবধি হলেও বিয়ে হতে পারেনি আর বলিউডের সেই নায়িকা সারাজীবন বিধবার মতো বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন৷

বিনায়ক দামোদর কর্নাটকির কন্যা ছিলেন নন্দা। বিখ্যাত পরিচালকের কন্যা হওয়ার সুবাদে মাত্র ৫ বছর বয়স থেকেই চলচ্চিত্র জগতের পদার্পণ করেছিলেন নন্দা। কিন্তু বাবা মারা যাওয়ার পর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পাকাপাকিভাবে শিশুশিল্পী হিসেবে কাজ করতে শুরু করে দেন এই অভিনেত্রী।

সুন্দরী অভিনেত্রী হওয়ার সুবাদে বলিউডের প্রথম সারির প্রায় প্রত্যেক নায়কদের সঙ্গে অভিনয় করেছিলেন নন্দা। রাজেশ খান্না, শশী কাপুর, মনোজ কুমার এমনকি মেহমুদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। নন্দার সৌন্দর্যের মোহে পাগল হয়েছিলেন বহু পুরুষ কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি নন্দাকে মন থেকে ভালবাসতেন তিনি হলেন মনমোহন দেশাই।

বলিপাড়ায় কান পাতলে শোনা যাবে, মনমোহন দেশাই নন্দাকে ভীষণ ভালোবাসতেন কিন্তু কখনো মনের কথা বলে উঠতে পারেননি। পরবর্তী সময়ে তিনি জীবনপ্রভাকে বিয়ে করেছিলেন কারণ জীবন প্রভাকে দেখতে অনেকটা নন্দার মত ছিল। বিয়ের কয়েক বছর পর জীবনপ্রভা মারা যান এবং আরো একবার মনমোহন দেশাই এবং নন্দা কাছাকাছি আসেন।

আরও পড়ুন : ফেলতে পারেননি প্রেমের প্রস্তাব, ভক্তদের বিয়ে করে করেছেন এই ৬ বলিউড তারকা

১৯৯২ সালে ৫২ বছর বয়সে মনমোহন দেশাই নন্দাকে ভালোবাসার কথা বলেন এবং বাগদান পর্ব সারেন। এত বছর পর যে ভালবাসা পূর্ণতা পাচ্ছিল সেই ভালোবাসা হঠাৎ করেই শেষ হয়ে যায় ভাগ্যের পরিহাসে। বাগদান পর্বের ২ বছর পর বিয়ের আগেই নিজের বাড়ির বারান্দা থেকে পড়ে মনমোহন দেশাইয়ের মৃত্যু হয়। মনমোহনের মৃত্যু মন থেকে মেনে নিতে পারেননি অভিনেত্রী। পুরোপুরি নিজেকে ঘর বন্দী করে ফেলেন নন্দা।

আরও পড়ুন : এই সুন্দরীকে ভালবেসে আজীবন বিয়েই করলেন না রতন টাটা, কারণ জানলে আপনি স্যালুট জানাবেন

মনমোহনের মৃত্যুর পর যখনই নন্দাকে দেখা যায় তখনই তাকে সাদা শাড়ি পড়তে দেখা গেছে। সামাজিকভাবে বিবাহিত না হলেও মনমোহনকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন নন্দা, আর তাই মনমোহনের মৃত্যুর পর নন্দা নিজেকে মনমোহনের বিধবা হিসেবে মেনে নেন এবং সারা জীবন কাটিয়ে দেন একজন বিধবা রূপে।