Top BollyWood Songs 2023 : ২০২৩ সাল বলিউডকে এনে দিয়েছে একাধিক সাফল্য। সিনেমা তো বটেই, এই বছর বলিউডের একাধিক গানও ব্যাপক আকারে জনপ্রিয় হয়েছে। মানুষের মুখে মুখে ছড়িয়েছে এই গানগুলির সুখ্যাতি। চলতি বছর বলিউডের এই গানগুলিকে ইউটিউবে সার্চ করা হয়েছে একাধিকবার, দেখেছেন হাজার হাজার দর্শক। আজ আমরা জানবো বলিউডের সেই গানগুলির কথা, যেগুলি ইউটিউবে পেয়েছে রেকর্ড ব্রেকিং ভিউ।
Top BollyWood Songs 2023
ঝুমে জো পাঠান (Jhoome Jo Pathaan) : শাহরুখ খানের প্রথম কাম ব্যাক সিনেমা ‘পাঠান’- কে নিয়ে একটা আলাদাই ক্রেজ ছিল ভক্তদের মধ্যে। সিনেমায় শাহরুখ খানের মাচো লুক তো বটেই, দীপিকার সঙ্গে অভিনেতার কেমিস্ট্রিও মুগ্ধ করেছিল সকলকে।গানটির মিউজিক দিয়েছিলেন বিশাল- শেখর। গানটি গেয়েছিলেন শেখর বিশাল, সুকৃতি কক্কর এবং অরিজিৎ সিং। স্বাভাবিকভাবেই দীপিকা এবং শাহরুখ খানের ঝুমে জো পাঠান, ইউটিউবে পেয়ে যায় লক্ষ লক্ষ দর্শক।
তেরে বাস্তে ম্যায় (Tere Vaaste) : এই মুহূর্তে ইউটিউবে এই গানটির দর্শক সংখ্যা প্রায় ৩০৫ মিলিয়ন। ভিকি কৌশল এবং সারা আলি খানের ‘যারা হাটকে যারা বাচকে’ সিনেমার এই গানটি গেয়েছেন বরুন জৈন, সচিন জিগর, সাহাব ফারিদি, আলতমাস ফারিদি। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর দিয়েছেন শচীন-জিগর।
ছলিয়া (Chhaliya) : শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাটি যেমন সাফল্য পেয়েছে বক্স অফিসে, ঠিক তেমনি ইউটিউবে সাফল্য পেয়েছে সিনেমাটির অন্যতম গান ছলিয়া। অরিজিৎ সিং এবং শিল্পা রাওতের গাওয়া এই গানটি ইতিমধ্যেই ইউটিউবে ২০০ মিলিয়ন দর্শক দেখে ফেলেছেন। গত ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় এই গানটিতে শাহরুখ খান এবং নয়নতারাকে অভিনয় করতে দেখা যায়।
ঝুমকা (What Jhumka) : ২০২৩ সালে যে গানগুলি সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম হলো ‘রকি অর রানী কে প্রেম কাহিনী’ সিনেমার ঝুমকা গানটি। গত ২৮ জুলাই মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাট এবং রনবীর সিং অভিনীত ঝুমকা গানটিকে প্রায় ২০০ মিলিয়ন দর্শক দেখেছেন ইউটিউবে। গানটিতে সুর দিয়েছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং জনিতা গান্ধী।