দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালের সর্বকালের সেরা ৭ প্রতিবাদী চরিত্র

Female Protagonists in Bangla Serial : সন্ধ্যে হলেই আমাদের বাড়ির মা ঠাকুমার হতে চা এর কাপ নিয়ে টিভির সামনে বসে পড়ে স্টার জলসা (Star Jalsha) আর জি বাংলা (Zee Bangla) -র মেগা ধারাবাহিক (Bengali Serial) দেখার জন্য। আর এই ধারাবাহিক (Bengali Serial) গুলোতে অভিনয় করা তারকারা খুব কম সময়ের মধ্যে ঘরের মানুষ হয়ে ওঠেন। তার মধ্যে কিছু চরিত্র আমাদের খুব নজরকাড়ে। সেগুলো হলো প্রতিবাদী চরিত্র। চলুন আজ জেনে নেব এই প্রতিবাদী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন কোন কোন অভিনেত্রী।

কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) : জি বাংলা (Zee Bangla) -র জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। আর এই ধারাবাহিকে শিমুল চরিত্রের মধ্যে একটা প্রতিবাদী সত্ত্বা খুঁজে পেয়েছেন দর্শকরা। এই চরিত্রে অভিনয় করছেন টলিউডের অন্যতম অভিনেত্রী মানালি দে (Manali Dey)। এর আগে তার অভিনীত ধারাবাহিক গুলো হল বউ কথা কও, নকশিকাঁথা, ধূলোকণা।

Horogouri Pice Hotel

হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel) : স্টার জলসার আর এক জনপ্রিয় ধারাবাহিক হলো হরগৌরী পাইস হোটেল। এই ধারাবাহিকের গল্প অনেকটা তোমায় আমায় মিলে ধারাবাহিকের মত।এখানের গল্পের নায়িকা ঐশানিকে প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আর এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)।

নিম ফুলের মধু (Neem Phooler Madhu) : জি বাংলার আর এক জনপ্রিয় ধারাবাহিক হল নিম ফুলের মধু। এটি পারিবারিক গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর এই গল্পের নায়িকা পর্ণা একটি প্রতিবাদী চরিত্র। সে অন্যায় দেখলে মাথা ঠিক রাখতে পারে না। এই চরিত্রে অভিনয় করছেন কে আপন কে পর ধারাবাহিকের জবা ওরফে পল্লবী শর্মা (Pallavi Sharma)।

Love Biye Aajkal

লাভ বিয়ে আজকাল (Love Biye Aajkal) : সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। আর এই ধারাবাহিকটি একটি লাভ স্টোরির উপর কেন্দ্র করে শুরু হয়েছে। এখানেও নায়িকা শ্রাবণকে প্রতিবাদী চরিত্রে দেখা গেছে। আর এই চরিত্রে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার (Moumita Sarkar)।

তুঁতে (Tunte) : গ্রামের তাঁতি দের গল্প নিয়ে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। যদিও টিআরপি তালিকায় খুব ভালো জায়গা করে নিতে পারেনি। এখানে মূল চরিত্রের নাম ‘তুঁতে’। যার স্বপ্ন গ্রামের তাঁতে বোনা শাড়ি দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া। এখানেও তুঁতে একটি প্রতিবাদী চরিত্র। সেই চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার অন্যতম অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)।

আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! ‘পুতুল’ শ্রীতমার গলার গান শুনলে প্রেমে পড়ে যাবেন আপনি, রইল ভিডিও

Mohor

মোহর (Mohor) : একসময়ের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল মোহর। এর এই ধারাবাহিকের মুখ্য চরিত্র মোহরকে প্রতিবাদী হিসেবে দেখানো হয়েছিল। সে সব পরিস্থিতিতে প্রতিবাদ করতো। আর এই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)। মোহর ছাড়াও তাকে দেবী চৌধুরানী, এক্কা দোক্কা তে অভিনয় করতে দেখা গেছে।

আরও পড়ুন : ‘তুমি আশে পাশে থাকলে’ নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়

ANANYA CHATTERJEE

আরও পড়ুন : সিরিয়াল পিছু দিনে কত টাকা পান অপরাজিতা আঢ্য? জানলে ঘুরে যাবে মাথা

সুবর্ণলতা (Subarnalata) : জি বাংলার একটি ঐতিহাসিক ধারাবাহিক হয়ে রয়ে গেছে সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর উপন্যাস সুবর্ণলতাকে কেন্দ্র করে এই ধারাবাহিক গড়ে উঠেছিল। এই গল্পেও মূল সুবর্ণলতা চরিত্রটি ছিল একটি প্রতিবাদী চরিত্র। আর এই চরিত্রে চোখ ধাঁধানো অভিনয় করেছিলেন অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)। এছাড়াও তিনি বড়ো পর্দা থেকে ছোট পর্দা সব জায়গায় চুটিয়ে অভিনয় করেছেন।

আরও পড়ুন : ‘জল থই থই ভালবাসা’র তোতা আসলে কে? রইল অপরাজিতার মেয়ের আসল পরিচয়