রোমন্স, কমেডি থেকে শুরু করে অ্যাকশন, সাসপেন্স, থ্রিলার, বলিউডের (Bollywood) সিনেমা বলতে গেলে মনোরঞ্জনের একটা বড় ধামাকা প্যাকেজ। দর্শকরা অবশ্য সিনেমাতে সাসপেন্স, থ্রিল, অ্যাকশন বেশি পছন্দ করে এসেছেন। বিশেষ করে সিরিয়াল কিলারদের উপর বানানো সিনেমাগুলি বক্স অফিসে কখনও ব্যর্থতার মুখ দেখেনি। আজ এই প্রতিবেদনে রইল সিরিয়াল কিলারদের (Serial Killer) উপর বানানো বলিউডের সেরা ৫ টি সিনেমার নাম।
সংঘর্ষ (Sangharsh) : আশুতোষ রানা তার জীবনে বহু ছবিতে খলনায়কের ভূমিকাতে অভিনয় করেছেন। তবে তার মধ্যে সবার উপরে থাকবে সংঘর্ষ। এই ছবিতে লজ্জা শংকর পান্ডে নামের এক ভয়ংকর চরিত্র তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ছবির কারণে আশুতোষকে আজও সকলে লজ্জা শংকর পান্ডে নামেই চেনেন।
দুশমন (Dushman) : আশুতোষ রানা অভিনীত আরেকটি সিরিয়াল কিলার ধর্মী ছবি ছিল দুশমন। এই ছবিতে কাজল দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে আশুতোষ রানা গোকুল পন্ডিত নামের খুনির চরিত্রে অভিনয় করেছিলেন যে মেয়েদের একা পেলেই ধর্ষণ করে নৃশংসভাবে খুন করে ফেলত।
কৌন (Kaun) : রাম গোপাল ভার্মার সাসপেন্স থ্রিলারধর্মী এই ছবিতে কেবলমাত্র দুটি চরিত্র ছিল। ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত কেবল উর্মিলা মাতন্ডকর এবং মনোজ বাজপেয়ীকেই দেখা গিয়েছে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরা টেরই পাবেন না কে আসল খুনি। ছবিতে উর্মিলা একজন সাইকো সিরিয়াল কিলারের ভূমিকাতে অভিনয় করেছেন।
এক ভিলেন (Ek Villain) : ‘এক ভিলেন’ নামের ছবিটি বক্স অফিসে দারুন হিট হয়েছিল। এই ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ। রিতেশ এই ছবিতে ভিলেনের ভূমিকাতে অভিনয় করেছিলেন। ছবির শেষ দৃশ্য নায়কের সঙ্গে খলনায়কের অ্যাকশন ছিল দুর্ধর্ষ।
রমন রাঘব ২.০ (Raman Raghav 2.0) : এই ছবিতে সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের ভূমিকাতে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই চরিত্রটি মানসিক রোগের শিকার হয়ে প্রায় ৪০ জনকে খুন করেছিল। কিন্তু এরপর সে সুস্থ হয় এবং সাধারণ জীবনযাপন করে।