২০২৪ সালে বাংলা সিরিয়াল জুড়ে রইলেন কারা? এবছর বাংলা সিরিয়ালের (Bengali Serial) সেরা অভিনেত্রী বা নায়িকার তালিকায় কাদের নাম রইলো? বাংলা সিরিয়ালের নায়িকা মানেই দর্শকদের ঘরের মেয়ে। রূপে-গুণে অনন্যা, এখনকার নায়িকারা ঘরে-বাইরে সুপার ওম্যানের মত কাজ করে চলেছে যা সত্যিই প্রশংসনীয়। কেউ পুলিশ অফিসার কেউ উকিল, কেউ সাংবাদিক কেউ বা স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করছে। জনপ্রিয়তার নিরিখে এদের মধ্যে থেকেই এগিয়ে গেলেন ৫ নায়িকা। তারা কারা জানেন?
সুস্মিতা দে (Sushmita Dey) : গোবরডাঙ্গার গোবরদেবী ওরফে কথাকলি ওরফে কথা (Katha)। এই চরিত্রে অভিনয় করছেন । পাঁচকমশাইয়ের সঙ্গে যেমন খুনসুটি চলে তার তেমনই রয়েছে অফুরান প্রেম। মায়ের নামে অগ্নিভের রেস্টুরেন্ট দাঁড় করানোর স্বপ্ন যেন কথারও স্বপ্ন। সেই কাজের পাশাপাশি শ্বশুরবাড়ির উপর আসা সমস্ত বিপদ, ষড়যন্ত্র কড়া মোকাবিলা করে সে। কথা যেন সত্যিই আদর্শ বৌমা।
দিব্যানী মন্ডল (Divyani Mondal) : জি বাংলার লড়াকু বক্সার বৌমা ফুলকি (Phoolki)। এই চরিত্রটিতে অভিনয় করছেন দিব্যানী মন্ডল। এটাই তার প্রথম সিরিয়াল। পোড় খাওয়া অভিনেতা অফিসের বোসের বিপরীতে সমান সমান টক্কর দিয়ে অভিনয় করছেন দিব্যানী। তারই প্রতিফলন ধরা পড়ে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায়। টিআরপিতে এই সিরিয়াল প্রতি সপ্তাহেই সেরা তিনের মধ্যে থাকে।
হিয়া মুখার্জি (Hiya Mukherjee) : কোর্টের মধ্যে মুখ চলে, আর কোর্টের বাইরে হাত। স্টার জলসার গীতা এল এল বি (Geeta LLB) কার্যত অপরাধীদের কাছে ত্রাস। শাশুড়ি-বৌমার লড়াই নয়, স্টার জলসার এই সিরিয়ালের শ্বশুর এবং বৌমার কোর্টের লড়াই দেখা যায়। গীতার চরিত্রটিকে এখানে পর্দায় উপস্থাপন করছেন হিয়া মুখার্জি।
পল্লবী শর্মা (Pallavi Sharma) : জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালের তারকাটা পর্ণার নাম এই তালিকায় না রাখলেই নয়। আধুনিকা, শিক্ষিতা পর্ণা বিয়ে হয়ে আসে এক যৌথ পরিবারে। ঘরে শাশুড়ি, কুচুটে ভাসুর ও জায়ের সঙ্গে লড়াই, অন্যদিকে বাইরে সাংবাদিকতার পেশায় দুষ্কৃতীদের সঙ্গে লড়াই, পর্ণা কখনোই পিছিয়ে আসে না। এই চরিত্রটিতে অভিনয় করছেন পল্লবী শর্মা।
আরও পড়ুন : ২০২৫ শে ঝড় তুলতে আসছে এই ১০ বলিউড সিনেমা, যেগুলো না দেখলে হবে চরম মিস
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ১০ টি বাংলা সিনেমা, যেগুলো দর্শকদের বিচারে সেরা
শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) : সংসার এবং ব্যবসা, দুটোই সামলাচ্ছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের শ্যামলী। শুরুতে অবশ্য শ্বশুরবাড়িতে সকলের মন পাওয়া তার পক্ষে সহজ ছিল না। আর এখন স্বামীর সঙ্গে বনিবনা নেই তার। যদিও শ্বশুরবাড়ির ব্যবসার দায়িত্ব এখন তারই হাতে। শ্যামলীর এই চরিত্রটিকে পর্দায় উপস্থাপন করছেন শ্বেতা ভট্টাচার্য।