Top 5 Comedy Movies In Bollywood : এমন অনেকেই আছেন যারা কমেডি (Comedy) ছবি দেখতে পছন্দ করেন। কিন্তু বর্তমানে সেভাবে আর কমেডি ছবি তৈরি করা হয় না বলিউড (Bollywood) -এ। এখন বেশিরভাগ পরিচালক ক্রাইম থ্রিলার (Crime Thriller) উপর জোর দিচ্ছেন। কিন্তু এর আগে অনেক কমেডি ছবি তৈরি হয়েছে যা দেখে মানুষ মজা পেয়েছেন। তারই মধ্যে ৫ টি ছবির তালিকা দেওয়া হল।
১) থ্যাঙ্ক ইউ (Thank You) : আনিস বাজমীর পরিচালনায় ২০১১ সালে মুক্তিপেয়েছিল ‘থ্যাঙ্ক ইউ’। এই ছবিতে অভিনয় করেছিলেন ববি দেওল, ইরফান খান, সুনীল শেঠি এবং অক্ষয় কুমার। এই ছবিটি তিন বিবাহিত পুরুষ ও তাদের স্ত্রীকে ঘিরে তৈরি। আর অক্ষয় কুমারকে এখানে প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় দেখা গেছে।
২) নো এন্ট্রি (No Entry) : অনিস বাজমি পরিচালিত ও বনি কাপুর প্রযোজিত ‘নো এন্ট্রি’ ছবিতে দেখা মিলেছিল সলমন খান, অনিল কাপুর, ফরদিন খান, এষা দেওল, বিপাশা বসু, লারা দত্ত, সেলিনা জেটলিদের। ২০০২ সালের তামিল ছবি ‘চার্লি চাপলিন’-এর রিমেক ছিল ছবিটি। ছবিটি একজন স্থানীয় সংবাদপত্রের মালিকের জীবনকে ঘিরে তৈরি হয়েছে।
৩) বিবি নম্বর 1 (Biwi No.1) : বলিউডের কমেডি ছবি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিবি নং 1। ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে সলমন খান, অনিল কাপুর, কারিশমা কাপুর, টাবু এবং সুস্মিতা সেনকে। এই ছবিতে করিশ্মা কাপুর সলমন খানের স্ত্রী হয়েছিলেন।অন্যদিকে সুস্মিতার প্রেমে পড়ে সলমন। এই নিয়েই ছবিটির গল্প মজার হয়ে উঠেছে।
৪) পতি পত্নী অর ও (Pati Patni Aur Woh): মুদাসার আজিজ পরিচালিত ছবি হল ‘পতি পত্নী অর ও’ । এটি হল একটি বলিউড রোমান্টিক কমেডি ফিল্ম। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পান্ডে। ১৯৭৮ সালের পতি পত্নী অউর ও ছবিটির রিমেক ছবি এটা।
আরো পড়ুন : ১৭ বছরেই প্রথম মা হন, রানী মুখার্জীর সেই মেয়েকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন
৫) মস্তি (Masti) : এই ছবিটি ইন্দ্র কুমারের পরিচালিত। মস্তিতে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখ। ছবির গল্প মূলত তিন বন্ধুকে নিয়ে। যারা তাদের বোরিং বিবাহিত জীবন থেকে ছুটকারা পেতে কী কী করে সেটাই এই সিনেমার টুইস্ট।
আরো পড়ুন : বাবা-ছেলে দুজনের সঙ্গেই ছিল প্রেম, এক বাঙালিসহ ৬ নায়িকার কীর্তি কপালে তুলবে চোখ