লতা মঙ্গেশকরের সেরা ৫টি বাংলা গান যা আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে

স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় বিনোদন জগৎ যখন ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে, সেই সময় থেকেই শ্রোতাদের সঙ্গে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সম্পর্ক। আজকের এই আধুনিক প্রজন্মও লতার সুরে মুগ্ধ। ৯২ বয়সেও তার কণ্ঠস্বর ছিল আশ্চর্যরকমের সুন্দর। জীবনকালে প্রায় ৩৬টি আঞ্চলিক এবং বিদেশী ভাষাতে গান গেয়ে রেকর্ড গড়েছেন। হাজারেরও বেশি ছবিতে গান গেয়েছেন। এরমধ্যে তার গাওয়া কিছু সেরা বাংলা গানের (Lata Mangeshkar Hit Bengali Song) তালিকা নিয়েই আজকের এই প্রতিবেদন।

একবার বিদায় দে মা (Ekbar Bidaay De Ma) : টলিউডের দেশভক্তিমূলক ছবি ‘সুভাষচন্দ্র’র ‘এবার বিদায় দে মা’ গানটি গেয়েছিলেন লতা। বিভিন্ন ভাষাতে দেশ ভক্তি মূলক গান গেয়েছেন লতা। বাংলায় এই গানটি আজও সমান জনপ্রিয়।

সাত ভাই চম্পা জাগো রে (Saat Vai Champa) : সন্ধ্যা রায় এবং বিশ্বজিৎ চ্যাটার্জী অভিনীত রূপকথাধর্মী ‘সাত ভাই চম্পা’ ছবির টাইটেল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকার। গানটি আজও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়।

আমি যে কে তোমার (Ami Je Ke Tomar) : মহুয়া রায়চৌধুরী, তাপস পাল অভিনীত ‘অনুরাগের ছোঁয়া’ ছবির কালজয়ী গান ‘আমি যে কে তোমার’। লতার কন্ঠের দরুণই এই গান এত বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

ও মোর ময়না গো (O Mor Moyna Go) : সলিল চৌধুরীর কথায় এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর।

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব (Aaj Mon Cheyeche Ami Hariye Jabo) : উত্তম কুমার এবং মাধবী মুখার্জি অভিনীত ‘শঙ্খবেলা’ ছবির গানটি গেয়েছিলেন লতা।

https://youtu.be/HD41e0ZBCUI