হলিউড সিরিজকেও হার মানাবে বলিউডের এই ১০ টি ওয়েব সিরিজ

Top 10 Best Indian Web Series : হাতে এখন সবার মুঠো ফোন। আর তার দৌলতে ওয়েব সিরিজ (Web Series) দেখার চল আজকাল বেড়েই চলেছে। হলে গিয়ে সিনেমা দেখার থেকে ওয়েব সিরিজের প্রতিই বেশি আগ্রহী বর্তমান প্রজন্ম। আর তাই তাদের আগ্রহের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়বস্তুকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে একাধিক সিরিজ। চলুন আজ এমন কয়েকটি ওয়েব সিরিজের কথা জেনে নিই যাদের পরতে পরতে আছে রহস্য।

Top 10 Best Indian Web Series

1. মির্জাপুর (Mirzapur) – মির্জাপুর’ দর্শকের কাছে অন্যতম চর্চিত সিরিজ। প্রথম দুই সিজনে বাজিমাৎ করেছে কালিন ভাইয়া ও গুড্ডু অভিনীত এই সিরিজ। আর এবার এবছরই মুক্তি পাবে ‘মির্জাপুর সিজন ৩’। বলিউডসূত্রে খবর অনুযায়ী এই নতুন সিজন হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর। এই সিরিজেও দেখা মিলতে চলেছে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী এবং বিজয় ভার্মাকে। অ্যামাজন প্রাইমেই মুক্তি পাবে এই সিরিজ। তৃতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

The Family Man Web Series

2. ফ্যামিলি ম্যান (The Family Man) – ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান। শ্রীকান্ত তিওয়ারির বেশে দেখা গিয়েছিল মনোজ বাজপেয়ীকে। ভিন্ন ধাঁচের এই সিরিজ পছন্দ হয়েছিল নেটিজেনদের। ব্যাপক সাফল্য পায় ফ্যামিলি ম্যান। এরপর ২০২১ সালে সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পায়। শ্রীকান্ত এবং তার পরিবারের গল্প সুপারহিট হয়। সেই থেকেই এই গল্পের তৃতীয় সিজনের জন্য অপেক্ষা করে আছেন অনেকেই। দেখা যাক কবে সেই অপেক্ষার অবসান হয়।

3. ফারজি (Farzi) – ‘ফারজি’ তে অভিনয় করে ওটিটি প্ল্যাটফর্মে জার্নি শুরু করেছিলেন শাহিদ কাপুর। গত ১০ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে এই সিরিজ। অভিনেতার সঙ্গে এখানে বিজয় সেতুপতিকেও দেখা যাচ্ছে। প্রথম যিনি নোট তৈরি করেছিলেন, তার জীবনের উপর ভিত্তি করেই এই গল্প। এই ক্রাইম থ্রিলার সিরিজটি ইতিমধ্যেই দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে।

mismatched

4. মিসম্যাচড (Mismatched) – এক সিরিজটি অন্য ধরনের প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। এই সিরিজে দেখা গেছে প্রাযক্তা কোলি, রোহিত সুরেশের মতো উদীয়মান কলাকুশলীদের। হোয়েন ডিম্পল মেট ঋষি, এই বইটির গল্প অনুকরণ করেই এই ওয়েব সিরিজটি তৈরি।

5. স্কুপ (Scoop) – ২০১১ সালে এক বাঙালি সাংবাদিক জ্যোতির্ময় দে খুন হন। খুনি সন্দেহে তাঁর সহকর্মী জিগনা ভোরাকে গ্রেফতার করা হয়। কেরিয়ারের সবচেয়ে সফল সময়ে গ্রেফতার হন জিগনা। সেই সময় তোলপাড় ফেলেছিল এই ঘটনা। এই ঘটনাকেই অবলম্বন করে তৈরি হওয়া ‘স্কুপ’ নেটফ্লিক্সে ২ জুন মুক্তি পেয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন করিশ্মা তান্না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Paatal Lok web series

6. পাতাল লোক (Paatal Lok) – ২০২০ সালে মুক্তি আমাজন প্রাইমমে মুক্তি পেয়েছিল পাতাল লোক। প্রথম সিজনেই দর্শকদের মন জয় করেছিল এই থ্রিলার ওয়েব সিরিজ।সিরিজে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে জয়দীপ আহলাওয়াত, নীরজ কবি, অভিষেক বন্দোপাধ্যায়,স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও বলিউডের একঝাঁক তারকাকে।

7. আশ্রম (Aashram) – এই আশ্রম সিরিজের এবার চতুর্থ পর্বটি  আসতে চলেছে ম্যাক্সপ্লেয়ারে। এই সিরিজের প্রতিটা পর্বে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ববি দেওল’কে । এছাড়াও থাকছেন বহু সহ অভিনেতা-অভিনেত্রীরা। এই সিরিজের গল্পের শেষ না দেখে উঠতে পারেন না দর্শকেরা।

Aarya

8. আরিয়া (Aarya) – ২০২০ সালে ওয়েব দুনিয়ায় আরিয়া হিসেবে সফর শুরু করেছিলেন সুস্মিতা। এরপর ২০২১ সালের ডিসেম্বরে ‘আরিয়া’র দ্বিতীয় পর্বের ৮টি এপিসোড দেখা যায়। আরিয়ার ২টি সেশনেই তিনি একাই পুরো ফোকাস টেনে নিয়েছেন নিজের দিকে। আর ইতিমধ্যেই শেষ হয়েছে আরিয়ার তৃতীয় সিজনের শুটিং।

9. নাইট ম্যানেজার (The Night Manager) – ২০১৬ সালে মুক্তি পাওয়া ব্রিটিশ টেলিভিশন সিরিজ় ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য নাইট ম্যানেজার’। সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, শোভিতা ধুলিপালা, শাশ্বত চট্টোপাধ্যায়,তিলোত্তমা সোমের মত অভিনেতা। ক্রাইম থ্রিলার সিরিজটি পরিচালনা করছেন সন্দীপ মোদি।

scam 1992 web series

আরও পড়ুন : হাসতে হাসতে পেটে ধরবে খিল, বলিউডের এই ৫ কমেডি সিনেমা না দেখলেই চরম মিস

10. স্ক্যাম ১৯৯২ (Scam 1992) – ২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘স্ক্যাম ১৯৯২’। হনসল মেহতা পরিচালিত এই ওয়েব সিরিজ় ঝড় তুলেছিল ওটিটি প্ল্যাটফর্মে। অতিমারি ও লকডাউনের বাজারে যখন সবেমাত্র গতি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, সেই সময় দর্শক ও সমালোচকের দ্বারা প্রশংসিত হয়েছিল এই ওয়েব সিরিজ়। সিরিজ়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল হেমন্ত খেরকে।

আরও পড়ুন : ভারতের সেরা ৫০ টি ওয়েব সিরিজের তালিকা, না দেখলে হবে চরম মিস