বহুদিন পর ফিরছেন দুর্ধর্ষ খলনায়িকা‌! জি বাংলার নতুন সিরিয়ালে থাকবে বিরাট চমক

একাধিক সিরিয়াল বন্ধ হতে বসেছে জি বাংলাতে। নিম ফুলের মধু, মিঠিঝোরা ও মালা বদল, এক ধাক্কায় তিন তিনটি সিরিয়াল বন্ধ করতে চলেছে চ্যানেল। সেই জায়গা নেবে বেশ কিছু নতুন সিরিয়াল। আসছে দুগ্গামণি ও বাঘমামা, চিরদিনই তুমি যে আমার। এই দুই সিরিয়ালের হাত ধরে অনেক জনপ্রিয় অভিনেতারা আবার কামব্যাক করছেন সিরিয়ালের পর্দায়। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের হাত ধরে যেমন ফিরবেন বাংলা সিরিয়ালের দুর্ধর্ষ খলনায়িকা।

চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের খলনায়িকা হবেন কে?

প্রথম থেকেই এই সিরিয়াল নিয়ে সাসপেন্স বজায় রেখেছিল চ্যানেল। যখন প্রথম ঝলক মুক্তি পায় তখন তাতে কেবল নায়িকাকেই দেখানো হয়। এই সিরিয়ালের নায়িকা করুণাময়ী রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়। তার নায়কের পরিচয় ফাঁস করতে বেশ খানিকটা সময় নিয়েছিল চ্যানেল। প্রথমে রাহুল মজুমদারের নাম শোনা গেলেও পরে সেই জায়গা নেন জিতু কমল। ইতিমধ্যেই সিরিয়ালের দু-দুটি প্রোমো প্রকাশ পেয়েছে। এবার জানা গেল এই সিরিয়ালের খলনায়িকা নাকি হবেন তন্বী লাহা রায়।

Tonni Laha Roy

চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের থাকছেন তন্বী

টেলিপাড়া সূত্রে খবর, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে খলনায়িকা হিসেবে থাকবেন মিঠাই ধারাবাহিকের তোর্সা ওরফে তন্বী লাহা রায়। প্রায় এক বছরেরও বেশি সময় পর আবার বাংলা সিরিয়ালের পর্দায় দেখা যাবে তাকে। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম হতে চলেছে মীরা। তিনি হবেন এই সিরিয়ালের সেকেন্ড লিড। তবে তার চরিত্রটি সত্যিই নেতিবাচক হবে নাকি ইতিবাচক হবে, সেটা এখনও স্পষ্ট হয়নি।

আরও পড়ুন : ভাইবোনের ফুলশয্যা! বাংলা সিরিয়ালের গল্প দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকরা

 Chirodini Tumi Je Amar

আরও পড়ুন : হু হু করে বাড়বে টিআরপি! মিত্তির বাড়িতে পা রাখছেন এই দুঁদে খলনায়িকা

চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের গল্প

ধারাবাহিকের যে প্রোমো শেয়ার করেছে জি বাংলা তাতে দেখানো হয়েছে এই সিরিয়ালের মূল বিষয়বস্তু অসমবয়সী প্রেমের গল্প। সিরিয়ালের নায়িকা খুবই অল্প বয়সী, প্রাণচঞ্চল, অ্যাডভেঞ্চার প্রেমী স্বভাবের। আর নায়ক বয়স্ক, পরিণত। তবে নায়িকার সব মনের ইচ্ছে পূরণ করেন তিনি। নায়িকা চাইলে তাকে হেলিকপ্টারে উড়িয়ে কাশ্মীরের বরফের পাহাড়ের মাঝে দাঁড় করিয়ে দেন। তাদের দুজনের প্রেমের মধ্যে তন্বীর কেমন ভূমিকা থাকবে সেটাই এখন দেখার।