বিয়ের পিঁড়িতে বসছেন ‘মিঠাই’য়ের তোর্সা! পাত্র টলিউডের এই জনপ্রিয় অভিনেতা

বিয়ের পিঁড়িতে বসছেন জি বাংলার মিঠাই সিরিয়াল খ্যাত অভিনেত্রী তন্বী লাহা রায়। যাকে সকলে চেনেন তোর্সা নামে। পাত্র? তিনিও টলিউডের দারুণ জনপ্রিয় একজন অভিনেতা। এক বছরের প্রেম, তারপর সেখান থেকে দুজনে একে অপরের এত বড় সাপোর্টার হয়ে উঠেছেন যে এক বছরের প্রেমকে পূর্ণতা দিয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই তারকা জুটি।

কাকে বিয়ে করছেন তন্বী লাহা রায়?

তন্নী লাহা রায় বিয়ে করছেন অভিনেতা রাজদীপ গুপ্তকে। ওগো বধূ সুন্দরী, অষ্টমী খ্যাত এই অভিনেতা বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন। এক বছর আগে রাজদীপের মায়ের মৃত্যু হয়। আবার তন্বীও ২০২৪ সালে তার মাকে হারিয়েছেন। মাকে হারিয়ে দুজনেই রীতিমতো ভেঙে পড়েছিলেন। তারই মাঝে তারা একে অপরের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম হয়ে ওঠেন।

Tonni Laha Roy And Rajdeep Gupta

মায়ের মৃত্যুই মিলিয়ে দিয়েছে দুজনকে

তন্বীর মায়ের মৃত্যু হয়েছে ক্যান্সারে। যখন এই রোগ তার শরীরে ধরা পড়ে তখন তন্বী এবং তার বোন ছিলেন মুম্বাইতে। অভিনেত্রীর মা কিছুতেই মেয়েদের এই খবর জানাতে দেননি। হোমিওপ্যাথি চিকিৎসার করাচ্ছিলেন। তবে এতে রোগ সারেনি। ক্যান্সার থার্ড স্টেজে পৌঁছে গেলে তখন বাড়াবাড়ি হয়। সেই সময় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। অনেক চিকিৎসা করিয়েও তখন আর মাকে বাঁচাতে পারেননি অভিনেত্রী। জীবনের এই বিপর্যয়েই রাজদীপকে পাশে পেয়েছিলেন তিনি। আসলে এই এক ক্যান্সার রোগ রাজদীপের মায়ের প্রাণও কেড়ে নিয়েছে। দুজনের যন্ত্রণায় এক হয়ে যেতেই প্রেমের বাঁধনে বাঁধা পড়েন তারা।

খুললাম খুল্লা প্রেমের ঘোষণা করলেন দুজনে

জি বাংলার বাক্স বদল সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন রাজদীপ এবং তন্বী। তবে সে সময় কিন্তু তাদের প্রেমটা হয়নি। ইদানিং সোশ্যাল মিডিয়াতে হামেশাই একসঙ্গে ছবি দিতে দেখা যাচ্ছে রাজদীপ এবং তন্বীকে। সম্প্রতি তন্বীর জন্মদিন উপলক্ষে ছবি শেয়ার করে রাজদীপ লেখেন, “আচ্ছা ঠিক আছে… আজকের দিনটা তোমার… আর আগামীকাল ও তার পরের দিনও তোমার… এমন একটা দিন কাটাও যা ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ, যা তোমাকে খুশি রাখে। আজকের দিনটাও খুশি থাকো, বাদবাকি দিনগুলোও। হ্যাপি বার্থ ডে এইচ এস।’’

আরও পড়ুন : “বাথরুমে শরীরের প্রতিটি অঙ্গ ছুঁয়ে…!” গ্ল্যামারাস দেখানোর গোপন সিক্রেট ফাঁস করলেন তামান্না ভাটিয়া

Tonni Laha Roy And Rajdeep Gupta

আরও পড়ুন : বিয়ের পরেও চারটে প্রেম! স্কুল টিচাররা বলতেন ‘চরিত্রহীনা’, কে এই নায়িকা?

কবে বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে?

আপাতত চুটিয়ে প্রেম করলেও বিয়ের জন্যে আর একটু সময় নিতে চান দুজনেই। তবে খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবেন এটা নিশ্চিত। আপাতত দুজনেরই মনে মাকে হারানোর ক্ষত টাটকা। সবকিছু গুছিয়ে নিতে দুজনেরই আরেকটু সময় লাগবে। কিন্তু বিয়েতে যে আর খুব বেশি দেরি নেই তা নিশ্চিত।