১২ বছর পর ফিরছে TRP টপার জুটি! স্টার জলসার ভক্তদের জন্য দারুণ সুখবর

দারুণ সুখবর বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য। প্রায় ১২ বছর পর আবার স্টার জলসায় ফিরছেন সিরিয়ালের জনপ্রিয় জুটি রুশা চ্যাটার্জী এবং রাজু বিশ্বাস। স্টার জলসার ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালটি আজ থেকে ১২ বছর আগে ব্যাপক হিট হয়েছিল। তারপর থেকেই কার্যত এই পুরনো জুটিকে আবার দেখতে চাইছিলেন দর্শকরা। তাই দর্শকদের প্রতীক্ষার অবসান হল। স্টার জলসায় আবার ফিরছে ‘তোমায় আমায় মিলে’।

স্টার জলসায় ফিরছে ‘তোমায় আমায় মিলে’

তুলিকা বসু, রুশা চ্যাটার্জী, রাজু বিশ্বাস এবং বাংলা সিরিয়ালের আরও অনেক তারকাদের নিয়ে স্টার জলসাতে শুরু হয়েছিল সাংসারিক কুটকাঁচালির বাইরে একটু অন্য ধরনের সিরিয়াল তোমায় আমায় মিলে। শুরুতে এই সিরিয়ালের নায়ক ছিলেন রাজু। পরে নায়ক বদলে গৌরব রায়চৌধুরীকে নেওয়া হয়। সেইসময়ের টিআরপি টপার ছিল এই সিরিয়াল। ১২ বছর পর সেই সিরিয়ালেরই আবার পুনঃ সম্প্রচার হবে। আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত নিখিল এবং উষসীর সেই হিট গল্প আবার দেখতে পাবেন দর্শকরা।

Tomay Amay Mile

কোথায় আছেন রুশা চ্যাটার্জী

এই সিরিয়ালের নায়ক-নায়িকারা এখন আর অভিনয় করছেন না। এই সিরিয়াল বন্ধ হওয়ার পর অভিনেতা রাজু বিশ্বাসকে তেমন বড় কোনও প্রজেক্টে দেখা যায়নি। অন্যদিকে নায়িকা রুশা অভিনয় ছেড়ে এখন ঘোরতর সংসারী। ২০২৩ সালের ১৯শে জানুয়ারি তিনি বিয়ে করে নেন। তারপর থেকেই আর ক্যামেরার সামনে ফেরেননি রুশা। বিয়ের পর স্বামী অনুরণ রায়চৌধুরীর সঙ্গে রুশা বিদেশ চলে যান।

Roosha Chatterjee

রুশা চ্যাটার্জি স্বামী কী করেন?

রুশার স্বামী অনুরণ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাড়ি অশোকনগরে। তিনি মাইক্রোসফট টিমসে চাকরি করেন। এখন আমেরিকার সিয়াটেলে থাকছেন রুশা এবং অনুরণ। বিয়ের সময় বেঁটে বর দেখে অনেকেই রুশাকে কটাক্ষ করেছিলেন‌। কিন্তু রুশার বরের শিক্ষাগত যোগ্যতা জানলে তাক লেগে যাবে। তিনি আইআইটি খড়গপুর থেকে পড়াশোনা করে ২০১৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন। রুশা আপাতত নিজের সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। তিনি আর অভিনয়ে ফিরবেন কিনা জানাননি। বিয়ের পর তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টটিকেও প্রাইভেট করে দিয়েছেন। কাজেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না আর।