সুপারস্টার জিতের (Jeet) আসন্ন ৭ টি ধামাকাদার সিনেমা, যেগুলো মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। বক্স অফিসে আবার ঘুরে দাঁড়াবে জিতের সিনেমা। যার মধ্যে থাকবে কমার্শিয়াল মশালা মুভি, সেমি কমার্শিয়াল এবং মাইথোলজিক্যাল হররসহ আরও অনেক চমক। বলতে গেলে আগামী ৩ থেকে ৪ বছর টলিউডে (Tollywood) একটার পর একটা ধামাকা নিয়ে আসছেন জিৎ। দেখুন জিতের কোন কোন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এখন।
বিগত কয়েক বছরে জিতের যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো ছিল হিট। বক্স অফিসের পাশাপাশি টিভির টিআরপিতেও বেশ ভালো সাড়া পেয়েছেন জিৎ। তাই এবার তিনি তার বেশ কিছু সিনেমার সিকুয়্যেল আনার কথাও ভাবছেন। এর মধ্যে রয়েছে ‘চেঙ্গিস’, ‘বস’, ‘রাবণ’। জিতের এই তিনটি সিনেমা বক্স অফিসে হিট বলা যেতে পারে। বেশ কিছু ওটিটিও জিতের এই সিনেমাগুলো কিনে নিয়েছে। এই তিনটে সিনেমারই পার্ট ২ আনবেন জিৎ।
এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে জিতের আরেকটা সেমিক কমার্শিয়াল সিনেমা ‘বুমেরাং’। সেই সঙ্গে জিতের ‘লায়ন’ সিনেমাও এই ২০২৫ সালে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এত গেল টলিউডের কথা। নেটফ্লিক্সে মুক্তি পাবে জিতের প্রথম বলিউড প্রজেক্ট ‘খাকি’। আর জিত নিয়ে আসছেন একটি মাইথোলজিক্যাল হরর ড্রামা। সেটাও মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।
এর বাইরেও জিতের সিনেমা তালিকায় রয়েছে একটি কোর্টরুম ড্রামা। যে সিনেমার পরিচালনা করতে পারেন পাভেল। জিৎ এবং পাভেলের জুটিতে আসতে চলেছে এই মাইথোলজিক্যাল ঘরের ড্রামা এবং কোর্টরুম ড্রামা।
তবে আপাতত জিতের ভক্তরা চেঙ্গিস ২, রাবণ ২ এবং বস ৩, এই তিনটি সিনেমার জন্য অপেক্ষা করছেন। এই সিনেমাগুলোর প্রথম পার্ট বক্স অফিসে হিট ছিল। সিনেমাগুলোর এন্ডিং যেভাবে হয়েছে সেখান থেকেই নতুন সিকুয়্যেল বানানো যেতে পারে। তাই জিৎ আপাতত এই তিনটি সিনেমার পরবর্তী পার্ট নিয়েও ভাবছেন।
আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ফ্লপ! বলিউডের কয়েকশো কোটি টাকার লোকসান করেছে এই ১০ সিনেমা
আরও পড়ুন : ২০২৪ সালের সব থেকে জনপ্রিয় সিনেমা কোনটি? নাম শুনলে চমকে যাবেন
তাই জিৎ ভক্তরা আপাতত আর কিছুদিন অপেক্ষা করুন। বক্স অফিসে আবার ব্যাক করবে জিতের ম্যাজিক। পরপর ৭ টি সিনেমার ধামাকা নিয়ে আসছেন জিৎ। যেগুলো আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে মুক্তি পাবে।