এই মুহূর্তে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে সুপারস্টারের (Superstar) ছড়াছড়ি। দেব, জিৎ, মিঠুন, প্রসেনজিৎ, যিশু সেনগুপ্তের নাম না করলেই নয়। কেরিয়ারে তারা সকলেই একে অপরকে টেক্কা দিচ্ছেন। তবে শিক্ষাগত যোগ্যতার (Educational Qualification) নিরিখেও কি তারা একে অপরকে ছাপিয়ে যেতে পারবেন? আজ এই প্রতিবেদনে রইল টলিউড সুপারস্টার হিরোদের পড়াশোনার রিপোর্ট কার্ড। দেখে আপনার পছন্দের হিরোর পড়াশোনার দৌড় কতদূর।
মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) : টলিউড এবং বলিউডের ইন্ডাস্ট্রি তাকে মহাগুরু বলে মেনেছে। নাচ এবং অভিনয়ের নিরিখে এই বাঙালি অভিনেতার কদর টলিউডের পাশাপাশি বলিউডও করে। অনেক সংগ্রাম করে আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন মিঠুন চক্রবর্তী। তবে তিনি পড়াশোনা মাঝপথে ছেড়ে দেননি। শোনা যায় অভিনয়ের জন্য মুম্বাই পাড়ি দেওয়ার আগে স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স করেছিলেন মিঠুন চক্রবর্তী।
প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) : উত্তম কুমার পরবর্তী পর্যায়ে বাংলা ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জী। একটা সময় বলতে গেলে তিনি একাই রাজত্ব করতেন ইন্ডাস্ট্রিতে। টলিউড আজও তাকে ‘ইন্ডাস্ট্রি’ বলে মানে। প্রসেনজিৎ খুব ছোট বয়স থেকেই অভিনয় করছেন। তবে অভিনয়ের জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটাননি প্রসেনজিৎ। সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি পড়াশোনা করতেন বলে জানা যায়।
যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) : এযুগের সুপারস্টারদের মধ্যে যিশু সেনগুপ্তের নাম না নিলেই নয়। দেরিতে হলেও সুপারস্টারের মর্যাদা পেয়েছেন তিনি। টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণেও চুটিয়ে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। অভিনয় ছাড়াও ক্রিকেটের প্রতি তার আসক্তি রয়েছে। জুলিয়ান ডে স্কুলে পড়াশোনা শেষ করে হেরম্বচন্দ্র কলেজে অর্থনীতিতে অনার্স করেছিলেন যিশু সেনগুপ্ত।
দেব (Dev) : সুপারস্টারদের তালিকায় দেবের নাম থাকবে প্রথম সারিতে। তিনি আজ টলিউডের হার্টথ্রব। ছোটবেলাটা তার মুম্বাইতেই কেটেছে। পুনে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়েছিলেন দেব।
অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : অঙ্কুশের বাড়ি বর্ধমানে। তবে তিনি পড়াশোনা করেছেন কলকাতা থেকে। কলকাতার হেরিটেজ অ্যাকাডেমি থেকে বিবিএ পাশ করেছিলেন অঙ্কুশ। তবে একবার একটি সাক্ষাৎকারে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় অস্বস্তির মুখে পড়তে হয় তাকে।
যশ দাশগুপ্ত (Yash Dasgupta) : এযুগের সুপারস্টারদের মধ্যে যশের নাম না নিলেই নয়। প্রথমে মুম্বাইতে কাজ করতেন যশ। তারপর নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে টলিউডে পা রাখেন তিনি। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পর একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন যশ। তবে পড়াশোনা খুব বেশি দূর করতে পারেননি। সিবিএসসি বোর্ড থেকে যশ মাধ্যমিক পাশ করেছিলেন বলে জানা যায়।
জিৎ (Jeet) : টলিউড হিরোদের কথা প্রসঙ্গে জিতের নাম বাদ পড়ে যাবে এমনটা আবার হয় নাকি? বলিউডে ভাগ্য পরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়ে শেষমেষ টলিউডই তার আশা-ভরসার স্থল হয়ে ওঠে। ‘সাথী’ সিনেমাতে গ্র্যান্ড ডেবিউর পর বিগত কয়েক দশক ধরে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতার ভবানীপুরে সোসাইটি কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেছেন বলে জানা যায়।