টলিউড (Tollywood) নায়িকাদের ডাক নামগুলো কী কী জানেন? ঋতুপর্ণা, শ্রাবন্তী, শুভশ্রী থেকে পায়েল, টলিউড সুন্দরীদের রয়েছে মজার মজার ডাকনাম। যে নামগুলো টলিউড ইন্ডাস্ট্রিতে অনেকে জানলেও ভক্তদের কাছে অজানা। টলিউড সুন্দরীদের এমন এমন কিছু মজার ডাক নাম রয়েছে যেগুলো শুনলে হেসে গড়াবেন আপনি। জেনে নিন এই প্রতিবেদন থেকে।
১. পাওলি দাম (Paoli Dam) : টলিউডের এই সুন্দরীর ডাক নাম পাও। এই নামেই তাকে তার প্রিয়জনেরা ডাকেন। পাওলি শুধু টলিউড নয়, বলিউডেও পা রেখেছিলেন। এখন অবশ্য খুব বেছে বেছে সিনেমাতে অভিনয় করেন তিনি।
২. পায়েল সরকার (Payel Sarkar) : টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পায়েল সরকারের ডাকনাম পিউ। এই নামেই তাকে তার বাবা-মা ডাকেন।
৩. রাইমা সেন (Raima Sen) : রাইমাকে তার মা মুনমুন সেন আদর করে ডাকেন ডলু বলে। অনেকে তাকে ডল বলেও ডাকেন। কারণ ছোটবেলা থেকেই তিনি নাকি পুতুলের মত দেখতে ছিলেন।
আরও পড়ুন : সুপারস্টার জিতের জীবনের ৬ অজানা রহস্য, যা ৯৯% ভক্তরাই জানেন না
৪. স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) : স্বস্তিকা মুখার্জীর ডাকনাম ভেবলি। টলিউডেও অনেকে তাকে এই নামে ডাকেন।
৫. ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) : ঋতুপর্ণা সেনগুপ্তকে সবাই তার অফিসিয়াল নামেই চেনে। তবে তারও একটি সুন্দর ডাকনাম আছে। ঋতুপর্ণার ডাকনামটি হল চুমকি।
আরও পড়ুন : ৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?
৬. শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) : শুভশ্রীর ডাকনাম পুটাই। এই নামে বাড়িতে সকলে তাকে ডাকেন।
৭. শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) : শ্রাবন্তীর ডাকনাম গিন্টু। জন্মের পর তাকে নাকি পুতুলের মত দেখতে ছিল। তাই এই নাম দেওয়া।