টলিউড অভিনেত্রীদের গ্ল্যামার দেখলে মুগ্ধ হন নেট নাগরিকরা। তবে জানেন কি তারা ছোটবেলাতে কত সুন্দর দেখতে ছিলেন? মিমি চক্রবর্তী থেকে কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জী থেকে শুভশ্রী গাঙ্গুলী, টলিউডের এই নায়িকারা ছোটবেলায় বেশ কিউট দেখতে ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এসেছে টলিউডের এই সেরা নায়িকাদের ছোটবেলার কিছু অদেখা ছবি। দেখুন তাদের ছবি।
টলিউডের ৪ সুপারহিট নায়িকার ছবি ছোটবেলার ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে। তখন কারো বয়স ১০, কেউ ১৬, কেউ আবার মাত্র ৩ বছরের। ছবিতে প্রথমেই দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। শ্রাবন্তীকে অবশ্য ছোটবেলায় দেখেছেন দর্শকরা। এটা তার ১০ বছরের ছবি। ওই বয়সের আশেপাশেই তিনি মায়ার বাঁধন নামের একটি সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জীর মেয়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন।
শ্রাবন্তীর ডান পাশে রয়েছেন মিমি চক্রবর্তী। তখন মিমি স্কুলে পড়েন। বর্তমানে তিনি টলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কম চর্চা হয় না। টলিউডকে মিমি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তিনি টলিউড নায়িকাদের মধ্যে মোস্ট এলিজেবল ব্যাচেলার। বিয়েতে তার আপত্তি। বারবার প্রেমে পড়লেও মিমি বিয়ের পিঁড়িতে বসতে নারাজ।
ছবিতে নিচের সারিতে যাকে বাম দিকে দেখা যাচ্ছে, সেই ছোট্ট মেয়েটি আর কেউ নয়, শুভশ্রী গাঙ্গুলী। এটা শুভশ্রীর তিন বছর বয়সের ছবি। ছোটবেলাতেও খুবই মিষ্টি দেখতে ছিলেন তিনি। আর তার ডান পাশে রয়েছেন কোয়েল। তখন কোয়েল ১৬ বছরের মেয়ে। শুভশ্রী এবং কোয়েল দুজনেই টলিউডে প্রতিষ্ঠিত। সেই সঙ্গে বিয়ে করে দুই সন্তান নিয়ে সুখে সংসার করছেন তারা।