টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের নায়িকা তিনি। উত্তম-সুচিত্রা জুটির পরপরই উত্তম-সাবিত্রী জুটি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। এমনকি শোনা যায় পর্দার পাশাপাশি পর্দার বাইরেও তাদের প্রেম জমে উঠেছিল। উত্তম কুমার (Uttam Kumar) যেমন সাবিত্রীর প্রতি দুর্বল ছিলেন, সাবিত্রীও তেমনই উত্তম কুমারকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। উত্তম কুমারের প্রতি ভালবাসার টানেই নাকি অবিবাহিত রয়ে গেলেন সাবিত্রী চ্যাটার্জী (Sabitri Chatterjee)।
উত্তম কুমার এবং সাবিত্রী চ্যাটার্জীর প্রেমের সম্পর্ক নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে আজও অনেক কানাঘুষো শোনা যায়। এও শোনা যায় সাবিত্রীর চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে নাকি মহানায়কের অস্বস্তি বোধ হত। তাদের মধ্যে সম্পর্কটা যে কতটা গভীর ছিল শুটিং সেটেও তার প্রমাণ মিলত। দুজনে একে অপরের প্রচন্ড খেয়াল রাখতেন, এই কথা জানিয়েছেন রঞ্জিত মল্লিক। ‘মৌচাক’ ছবিতে তিনি উত্তম-সাবিত্রীর বন্ডিং দেখেছিলেন।
সাবিত্রী ছিলেন নিজের সময়ের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। পরিচালক থেকে শুরু করে প্রযোজক, অভিনেতা সকলেরই পছন্দের নায়িকা ছিলেন তিনি। কিন্তু এত সুন্দরী একজন অভিনেত্রী আজীবন অবিবাহিত থেকে গেলেন। কারণ জানতে চাইলে বলেন তিনি নাকি জীবনে শুধু বিবাহিত পুরুষদেরই প্রেমে পড়েছেন। তাই নাকি তার বিয়ে করা হয়নি।
দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জীর প্রশ্নের সম্মুখীন হয়ে সাবিত্রী খোলাখুলি বলেন, ‘‘যখনই যার সঙ্গে প্রেম করতে যাই তখনই তার একটা করে বউ থাকে। জীবনে কাউকে খালি পেলাম না। এখনও যদি কোনও খালি মানুষ পাই তাহলে বিয়ে করে নেব।” কথাটা মজার ছলে বলেছিলেন সাবিত্রী। তার কথা শুনে হেসে উঠেছিলেন সকলে। তবে মজার ছলে কথা বললেও একবর্ণও মিথ্যে বলেননি সাবিত্রী চ্যাটার্জী।
তবে শুধু সাবিত্রী একা নন, উত্তম কুমারের সঙ্গে তার সমকালীন সময়ের অভিনেত্রীদের মধ্যে সুচিত্রা সেন এবং সুপ্রিয়া দেবীর সঙ্গেও তার সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। সুচিত্রা সেনকে সরাসরি কথার ছলে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন উত্তম কুমার। তাকে বলেছিলেন, “রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হত।” তবে উত্তম কুমারকে বন্ধুর মতই দেখতেন সুচিত্রা।
আরও পড়ুন : কেউ স্কুল পাশ, কেউ যায়নি কলেজ! বাংলা সিরিয়ালের সবথেকে অশিক্ষিত নায়িকা কে?
আরও পড়ুন : গলায় ওড়নার ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন ‘মোহর’ সিরিয়ালের অভিনেত্রী
বিবাহিত হওয়া সত্ত্বেও এরপর সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তম কুমার। স্ত্রী গৌরী দেবীকে ডিভোর্স না দিয়েই নাকি তারা বিয়ে করেছিলেন। এমনকি তারা একসঙ্গেও থাকতেন। তবে আইনের নজরে তাদের বিয়েটা বৈধ নয়। আর সাবিত্রী কখনও নিজে কারও সংসার ভাঙার কারণ হতে চাননি। তবে উত্তম কুমারকে তিনি ভুলতেও পারেননি। তাই উত্তম কুমারকে মনে রেখে আজীবন অবিবাহিত থেকে গেলেন তিনি।