সত্যজিৎ রায়ের জন্য আত্মহত্যার চেষ্টা করেন মাধবী মুখোপাধ্যায়

বিবাহিত সত্যজিতের প্রেমে হাবুডুবু খেতেন। প্রেমে ব্যর্থ হয়ে জীবন শেষ করতে গিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের এই ব্যর্থ প্রেমের কাহিনী গোপন ছিল বহুদিন। পরে তা প্রকাশ পায়। মাধবী নিজেই স্বীকার করে নিয়েছিলেন এই ব্যর্থ সম্পর্কের কথা। ফাঁস করেছিলেন তিনি কেন আত্মহত্যা করতে গিয়েছিলেন সেই সময়।

সত্যজিৎ রায় এবং মাধবী মুখোপাধ্যায়ের ব্যর্থ প্রেমের কাহিনী

সত্যজিতের পরিচালনায় মাধবী একাধিক সিনেমাতে অভিনয় করেন। কাজ করতে করতে দুজনের সম্পর্ক খুবই গভীর হয়েছিল। কিন্তু বিবাহিত সত্যজিতের সংসার ভাঙতে চাননি মাধবী। বরং ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন আত্মগ্লানিতে। নিজে মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার তিনি ভাঙতে চাননি। বিজয়া রায় ও সত্যজিৎ রায়ের ‘হোম ব্রেকার’ তকমা নিতে চাননি।

Satyajit Ray and Madhabi Mukherjee

কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন মাধবী মুখোপাধ্যায়

এই অপরাধবোধ থেকেই ৬০টা ঘুমের ওষুধ খেয়ে মাধবী ৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অচৈতন্য অবস্থায়। থানা-পুলিশ পর্যন্ত হয়েছিল সেই সময়। কিন্তু ওই সময় আজকের মত এত সোশ্যাল মিডিয়ার দাপাদাপি কিংবা পাপারাজ্জিদের হুজ্জুতি ছিল না বলে এই খবরটা বিশেষ প্রচার পায়নি। পরে সত্যজিতের স্ত্রী বিজয়া রায় তার আত্মজীবনী ‘আমাদের কথা’য় মাধবীর নাম না নিয়ে প্রকাশ করেছিলেন এই ঘটনা। এতে মনে মনে আঘাত পেয়েছিলেন মাধবী। পরে একটি সাক্ষাৎকারের মাধবী নিজেই সব কথা স্বীকার করে নেন।

আরও পড়ুন : টলিউডে বুড়ো হলেই বাতিল ঘোড়া? নবীনরা বৃদ্ধ সেজে ভাতে মারছেন প্রবীণদের

Madhabi Mukherjee Husband

আরও পড়ুন : প্রথম বিয়ে ছিল দুর্বিষহ! বিবাহিত জীবনে চরম অশান্তিতে ভুগেছেন কৌশিক-লাবণী

কেন স্বামীর সঙ্গে থাকেন না মাধবী মুখার্জী?

মাধবী এরপর বিয়ে করেন অভিনেতা নির্মল কুমারকে। তাদের দুজনের দুটি কন্যা সন্তান আছে। কিন্তু বিয়ের ২৫ বছর পর তারা সেপারেশনে থাকতে শুরু করেন। আসলে নির্মল কুমারের সঙ্গে বিয়েতেও তিনি খুব একটা সুখী ছিলেন না। মেয়েদের মুখের দিকে তাকিয়ে স্বামীকে ডিভোর্স দেননি মাধবী। তবে এখন তারা আলাদা থাকেন। অবশ্য আলাদা থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে কিংবা পারিবারিক ব্যাপারে গোটা পরিবার একত্রিত হয় এবং নির্মল ও মাধবীও মেয়েদের নিয়ে সময় কাটান।