কত টাকার মালিক সুপারস্টার দেব?! ঘুরে দেখুন দেবের বাড়ির অন্দরমহল

মুম্বাইয়ের বস্তিতে ছোট্ট ঘরে মানুষ হওয়া সেই ছেলেটাই আজ কলকাতার হাইপ্রোফাইল এরিয়া আরবানার সুবিশাল পেন্টহাউসের মালিক। কোনও রূপকথার থেকে কম নয় টলিউড (Tollywood) সুপারস্টার দেবের (Dev) জীবন। শুধু বিলাসবহুল বাড়িই নয়, তার দামি দামি গাড়ি ও ঘড়ির কালেকশন দেখলেও ঘুরে যাবে মাথা। কত সম্পত্তির মালিক দেব? শুনলে তাক লেগে যাবে।

বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল তারকা দেব। অভিনেতা তথা প্রযোজক, উভয় ক্ষেত্রেই দারুণ সফল দেব। তার হাত ধরেই একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা। তার নিজের জীবনটাও সিনেমা থেকে কম কিসের? ছোটবেলায় মুম্বাইতে একটি বস্তিতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার ছিল ক্যাটারিংয়ের ব্যবসা। শুটিং সেটে খাবার সরবরাহ করতেন তিনি। কম বয়সে দেবও যোগ দিয়েছিলেন বাবার সেই ব্যবসায়। বাবা-ছেলে মিলে তারকাদের এঁটো বাসন ধুতেন। ঘর মুছতেন। দেব নিজেও বাবাকে সাহায্য করতেন এসব কাজে।

Dev`s House

তবে সময় যেকোনও মানুষের ভাগ্য বদলে দিতে পারে। ছোটবেলায় একবার সঞ্জয় দত্তের গাড়ি ছুঁয়ে ফেলেছিলেন বলে ড্রাইভার তার উপর চিৎকার করেছিলেন। সেই দেব আজ নিজেই থাকেন কলকাতার সব থেকে দামী এলাকা আরবানার তিন নম্বর টাওয়ারের একটি পেন্টহাউজে। যেখানে ছাদেই রয়েছে বিশাল সুইমিংপুল। বাড়ির ভেতরে রয়েছে থিয়েটার রুম। দামি দামি জিনিস দিয়ে সাজানো সেই বাড়ির ভেতরটা দেখলে চোখ সরানো যাবে না। বাবা এবং মাকে নিয়ে এখন সেই বাড়িতেই থাকেন দেব। এখন সেই আরবানার দাম কয়েক কোটি টাকা। তাহলে এখন কত সম্পত্তির মালিক দেব?

Dev`s House

দেবের মোট সম্পত্তির পরিমাণ কত তা জানা গিয়েছিল ২০২৪ সালে লোকসভা ভোটে নমিনেশন পেশ করার সময়। হিসেব অনুসারে ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার টাকা আয় করেছিলেন দেব। আর তার বিনিয়োগ করা মোট অর্থের পরিমাণ ছিল ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। তার ঘড়ির কালেকশন দেখলে তাক লেগে যাবে। মোট ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি আছে তার কাছে। এখন যে গাড়িটি তিনি ব্যবহার করছেন তার দাম ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার।

আরও পড়ুন : ৬ বছরের সম্পর্ক গেল ভেঙে! কেন আলাদা হলেন দেব এবং রুক্মিণী?

Dev`s House

আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

এছাড়া আরবানার পেন্টহাউস ছাড়াও দেবের কাছে রয়েছে আরও দুটি ফ্ল্যাট। এর মধ্যে একটি সাউথসিটির ৫ নম্বর এবং অপরটি ৪ নম্বর টাওয়ারে রয়েছে। সাউথ সিটির একটি ফ্ল্যাট ভাড়াতে দিয়েছেন দেব যেখান থেকে বছরে ১৮ লক্ষ ৪০ হাজার টাকা ভাড়া পান তিনি। আর তিনি আরবানার যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাট তৈরিতে ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা খরচ হয়েছিল তার।