টিনা মুনিম, বলিউডের এই অভিনেত্রী বিখ্যাত আম্বানি পরিবারের বৌমা হয়েছেন। তিনি বিয়ে করেছেন মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানিকে। ভালোবেসেই একে অপরকে বিয়ে করেন তারা। যদিও তাদের প্রেমের গল্পটা সিনেমার কাহিনীকে হার মানাতে পারে। কারণ টিপিক্যাল বলিউড সিনেমার মত টিনা এবং অনিলের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল অনিলের পরিবার। আম্বানি পরিবার কিছুতেই প্রথমে টিনাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে চায়নি।
আশির দশকে টিনা মুনিম ছিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। একবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনিল আম্বানির সঙ্গে তার প্রথম আলাপ হয়। কথা বলার মাধ্যমে বুঝতে পারেন দুজনের মনের অনেক মিল আছে। ক্রমশ তাদের মেলামেশা বাড়ে। শুরু হয় প্রেম। যদিও আম্বানি পরিবার টিনার সঙ্গে অনিলের মেলামেশা মোটেই পছন্দ করত না। বলিউডের কোনও অভিনেত্রী আম্বানি পরিবারের বৌমা হতে পারেন না, এই ছিল তাদের কড়া নির্দেশ।
অনেক চেষ্টা করেও যখন অনিল তার পরিবারকে রাজি করাতে পারলেন না তখন তিনি টিনার সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন। প্রায় চার বছরের সম্পর্ক ছিল দুজনের। কিন্তু বিচ্ছেদের পরেও তারা ভালো ছিলেন না। অনিলকে ভোলার জন্য টিনা বলিউড ছেড়ে বিদেশে চলে যান ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার জন্য। এদিকে অনিলও টিনাকে ভুলতে পারছিলেন না। ছেলের এমন অবস্থা দেখে শেষ পর্যন্ত মত বদলাতে বাধ্য হন অনিলের বাবা-মা। তারা রাজি হতেই টিনাকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবেন অনিল। তিনি ভেবেছিলেন টিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেবেন। সেইমতো তিনি তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তার সব পরিকল্পনায় জল ঢেলে দেন দাদা মুকেশ।
আরও পড়ুন : কেবিসির প্রথম কোটিপতি আজ কোথায়? ২৫ বছরে কি পরিবর্তন ঘটল তার জীবনে?
আরও পড়ুন : সেলিব্রেটি দাদার ডুপ্লিকেট! মীনা কুমারীর শেষ নায়কের জীবন ট্রাজেডিতে ভরা
অনিল একটি সাক্ষাৎকারে বলেছিলেন টিনাকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার কথা বলে তিনি একটি ঘরের মধ্যে বসিয়ে বাড়ির ভেতর গিয়েছিলেন। সেই সময় মুকেশ সেই ঘরে ঢুকে পড়েন এবং বলেন, “পরশু তো তোমার আংটি বদল। বাগদান হয়ে যাবে। কেমন লাগছে?” ব্যাস, মুকেশের কথা শুনে অবাক হয়ে যান টিনা। এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন অনিল ও মুকেশের অন্যান্য ভাইবোনরা তাকে বোঝানোর চেষ্টা করেন যে মুকেশ আসলে মজা করছিলেন। কিন্তু আসলে সেটা মজা ছিল না। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে সব বাধা অতিক্রম করে বিয়ের পিঁড়িতে বসেন টিনা এবং অনিল। তাদের সম্পর্কের হ্যাপি এন্ডিং হয়।