শুধুমাত্র বাঙাল বলে সুচিত্রা সেনের জীবনের এই স্বপ্নপূরণ হল না

বাংলার মহানায়িকা তিনি। তার আমলে তিনিই ছিলেন টলিউডের এক নম্বর নায়িকা। টলিউডের সেরা নায়িকার হওয়ার স্বপ্নটা তো তিনি পূরণ করেছিলেন। কিন্তু জানেন কি সুচিত্রা সেনের আরও একটি স্বপ্ন ছিল? সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। বলতে গেলে এটাই তার কেরিয়ারের সব থেকে বড় ব্যর্থতা। সুচিত্রা সেন এবং তার স্বামী দিবানাথ সেনের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। কেন জানেন? কারণ সুচিত্রা বাঙাল ছিলেন।

সুচিত্রা সেনের নিজের গাওয়া গান

অনেকেই জানেন না সুচিত্রা সেন যেমন অভিনয় করতে পারতেন, তেমনি সুন্দর গান গাইতেও পারতেন। এমনকি সুচিত্রা অভিনয় দুনিয়াতে আসার আগে থেকে গান গাইতেন। তার স্বামী দিবানাথ সেন চাইতেন স্ত্রীর গলায় গান রেকর্ড হোক। সেইমত তৎকালীন সংগীত পরিচালক রবিন চট্টোপাধ্যায়ের সুরে এবং গৌরী প্রসন্ন মজুমদারের কথায় একটি গান রেকর্ড করেন সুচিত্রা। কিন্তু কেন মুক্তি পেল না সেই গান?

Suchitra Sen

সুচিত্রা সেনের গাওয়া গান কেন মুক্তি পেল না?

সুচিত্রা সেনের গাওয়া সেই গানটি ছিল ‘আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি?’ তবে অধিকাংশ বাঙালি এই গানটি শোনেননি। আসলে এই গানটি রিলিজ করার মুহূর্তে রেকর্ড কোম্পানি বাধা দিয়ে বসে। গানটি তাদের নাকি একেবারেই পছন্দ হয়নি। আসলে সুচিত্রার গায়কীতে পূর্ববঙ্গের টান ছিল বলে মনে হয়েছিল তাদের। কারণ সুচিত্রা বাংলাদেশী ছিলেন। বাংলাদেশেই তার জন্ম। তিনি এবং তার স্বামী কলকাতায় চলে এসেছিলেন।

আরও পড়ুন : ৭০ পেরিয়েও উপচে পড়তো গ্ল্যামার! শেষ জীবনে কেমন দেখতে হয়েছিল সুচিত্রা সেনকে?

This Is Why Suchitra Sen Was Failed To Establish Herself As A Singer

আরও পড়ুন : সুচিত্রার স্বামীকে চরম অপমান করেছিলেন উত্তম কুমার! বদলে কঠোর সিদ্ধান্ত নেন সুচিত্রা

আর কোনদিনও গান গাইতে পারেননি সুচিত্রা সেন

এরপরে আর কোনদিনও সুচিত্রা সেন গান গাইতে পারেননি। আসলে তিনি নিজেই আর গান গাইতে চাননি। সেই সময় তিনি গানের বদলে অভিনয়টাকে প্রাধান্য দিয়েছিলেন। এবং তাতেই তিনি সফলতা পান। গান গেয়ে তিনি জনপ্রিয়তা পান বা না পান, সুচিত্রা সেনের গান গাওয়ার এই গল্পটা বেশ ভাইরাল।