যে কারণে রবি ঘোষের সঙ্গে কাজ করতে ভয় পেতেন উত্তম কুমার

উত্তম কুমার এবং রবি ঘোষ, দুজনেই ছিলেন স্বর্ণযুগের লেজেন্ডারি অভিনেতা। তবে ওই সময় নায়ক হিসেবে উত্তম কুমারের ধারে কাছে ঘেঁষতে পারতো না কেউ। কিন্তু অভিনেতা হিসেবে? উত্তম কুমারের থেকেও বড় মাপের অভিনেতা কিন্তু সেই সময় টলিউডে ছিলেন। যারা মাত্র একটি সিনেই মহানায়কের লাইম লাইট শুষে নিতে পারতেন। তেমনি একজন অভিনেতা ছিলেন রবি ঘোষ। যার সঙ্গে কাজ করতে রীতিমতো ভয় পেতেন উত্তম কুমার।

উত্তম কুমার যে রবি ঘোষকে ভয় পেতেন এর পেছনে যথেষ্ট কারণও ছিল। গুপী গায়েন বাঘা বায়েন সিনেমার শুটিংয়ে সময় রবি ঘোষের সঙ্গে গুপী গায়েন চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা তপন চট্টোপাধ্যায়। সেই তপন চট্টোপাধ্যায়কে একবার রবি ঘোষকে নিয়ে ভয়ের কথা জানিয়েছিলেন উত্তম কুমার। ওই সিনেমার শুটিংয়ের সময় উত্তম কুমারের সঙ্গে দেখা করতে এসেছিলেন তপন চট্টোপাধ্যায়। উত্তম কুমার তার সঙ্গে কথা বলেন। তারপর যখন জানতে পারেন তিনি সত্যজিৎ রায়ের গুপী গায়েন বাঘা বায়েন সিনেমাতে অভিনয় করছেন তখন তিনি কিছুক্ষণ চুপ করে যান।

Rabi Ghosh

এরপর মহানায়ক তপন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন, “ওই ছবিতে রবি ঘোষ আছে না?” তপন চট্টোপাধ্যায় হ্যাঁ বলার পর তিনি পাল্টা প্রশ্ন করেন, “রবির সঙ্গে কাজ করতে তোমার ভয় করে না?” তপন চট্টোপাধ্যায় বলেন, “ভয় করবে কেন? রবিদা তো খুব ভালো মানুষ।” এই কথা শুনে উত্তম কুমার বলেন, “কি জানি ভাই, আমার তো রবির সঙ্গে কাজ করতে খুব ভয় করে।” এই বলে একটা মুচকি হাসি হেসে উত্তম কুমার চলে যান।

আরও পড়ুন : শেষ বয়সে কেন বাড়ি ছেড়েছিলেন সুচিত্রা সেন? কোথায় থাকতেন মহানায়িকা?

Uttam Kumar And Rabi Ghosh

আরও পড়ুন : উত্তম কুমার ও সুচিত্রা সেনের পারিশ্রমিক কত ছিল? সিনেমা পিছু পেতেন কত টাকা?

এর কয়েক বছর পর একটা পার্টিতে রবি ঘোষ, উত্তম কুমার এবং তপন চট্টোপাধ্যায়ের আবার একসঙ্গে দেখা হয়। উত্তম কুমারের সেই কথাটা তপন চট্টোপাধ্যায় মনে রেখেছিলেন। তিনি তাকে সামনে পেয়ে এবার প্রশ্ন করেছিলেন কেন রবি ঘোষের সঙ্গে কাজ করতে তার ভয় হয়? উত্তরে মহানায়ক বলেন, “ভয় আজও হয়। রবি কত বড় অভিনেতা সেটা অনেকেই জানে না। একবার এক শটে ছিল যে একজন আমার গাড়ির তলায় চাপা পড়বে, আর আমি গাড়ি থেকে নেমে তাকে দেখতে যাব। রবি ছিল ভিড়ের ভিতরে একজন। এমন সময় রবি এমনভাবে হাত নাড়তে লাগলো যে স্বভাবতই দর্শকের চোখ ওর দিকে যাবেই। কিন্তু ওটা আমার শট ছিল। রবি এভাবে যে কত লাইম-লাইট শুষে নিয়েছে বলে বোঝাতে পারবো না ভাই। তাই ওর সঙ্গে কাজ করতে আমার ভয় করে। আমি পরিচালককে বলেছিলাম ভিড়ের মাঝে রবি না থাকলেই ভাল হত”। আসলে ভয় নয়, রবি ঘোষের প্রতি অপার শ্রদ্ধা ছিল উত্তম কুমারের মনে। তারকাদের একে অপরের প্রতি এমন শ্রদ্ধাভাব কেবল স্বর্ণযুগেরই সম্ভব ছিল।