অরিজিৎ সিংয়ের কনসার্টে ঢুকতে পারবেন না এই জিনিসগুলো নিয়ে

যেমন সিনেমার প্লেব্যাকে অরজিৎ সিংয়ের গাওয়া গানের চাহিদা তুঙ্গে, তেমনই অরিজিতের কনসার্টের চাহিদাও দেশজুড়ে প্রবলভাবে লক্ষ্য করা যায়। শুধু দেশে নয় বিদেশেরও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অরিজিত গান শোনান কনসার্টে। তার এক একটি কনসার্টের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে। টাকার অংকটা দেড় কোটি ছাড়িয়ে যায়। তবে অরিজিতের এমন কনসার্টে অংশ নিতে গেলে কিন্তু কিছু শর্ত মানতেই হবে শ্রোতাদের। বেশ কিছু জিনিস নিয়ে প্রবেশ সেখানে নিষিদ্ধ। ভুলেও যেন কোনদিনও এইসব জিনিস নিয়ে অরিজিতের গান শুনতে যাবেন না।

মুম্বাইতে কোথায় হচ্ছে অরিজিৎ সিংয়ের কনসার্ট?

২৩ শে মার্চ রবিবার মুম্বাইয়ের বিকেসির জিও ওয়ার্ল্ড গার্ডেনে অরিজিতের শো ছিল। ২৫ শে মার্চ জিও ওয়ার্ল্ড গার্ডেনে অরিজিতের দ্বিতীয় রয়েছে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে একাধিক নিয়ম নিষেধাজ্ঞা। অনুষ্ঠানের আগেই আয়োজকদের তরফ থেকে নির্দিষ্ট করে প্রত্যেক অডিয়েন্সকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সব নিয়ম। বিশেষ করে তারা কী কী আনতে পারবেন আর কী কী আনতে পারবেন না সেসব লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে।

 Arijit Singh

অরিজিৎ সিংয়ের কনসার্টে কী কী নিয়ে যাওয়া যাবে না?

এই তালিকাতে রয়েছে লাইটারসহ যেকোনও রকমের দাহ্য বস্তু। নিষেধাজ্ঞা রয়েছে যে কোনও প্রকারের মাদকদ্রব্যতেও। কোনওরকম ধারালো জিনিস নিয়েও অরিজিতের কনসার্টে ঢোকা যাবে না। সঙ্গে কোনও পেশাদার রেকর্ডিং সরঞ্জামও রাখা যাবে না। মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা নিয়ে ঢোকা গেলেও উচ্চমানের ক্যামেরা, ট্রাইপড এবং অন্যান্য পেশাদার সরঞ্জাম নিয়েও প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন : গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং? শুনলে চোখ কপালে উঠবে আপনার

 Arijit Singh

আরও পড়ুন : কত টাকা ইনকাম ট্যাক্স দেন অরিজিৎ সিং? ফাঁস হল অরিজিতের আয়করের রিপোর্ট

অরিজিৎ সিং ৩০শে নভেম্বর ২০২৪ সাল থেকে ২৭ শে এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত দেশের পাঁচটি শহরে একাধিক কনসার্টের কথা ঘোষণা করেছিলেন আগেই। ২৩ শে মার্চের অনুষ্ঠানের আগে ১৬ই মার্চ পুনের গহুঞ্জে স্টেডিয়ামে অরিজিতের কনসার্ট ছিল। তার আগে ১৪ই মার্চ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অরিজিতের পারফরমেন্স ছিল। অরিজিতের সঙ্গে এই দুটি অনুষ্ঠানে মার্টিন গ্যারিক্সও পারফর্ম করেছিলেন। মুম্বাইতে শো চলাকালীন দুজনের হোলি খেলার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।