রূপে মায়েদের টেক্কা দেবেন! বলিউড সেরা এই অভিনেত্রীদের মেয়েরা হন সুপারফ্লপ

বলিউড (Bollywood) স্টারকিডদের মধ্যে অনেকেই বাবা-মায়ের মত তারকা হওয়ার আশা নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। এদের মধ্যে কেউ কেউ সফল হলেও বেশিরভাগই হয়েছেন ব্যর্থ। আজ আপনাদের শোনাবো বলিউডের সেই সুন্দরীদের গল্প, যাদের মায়েরা ছিলেন বলিউড সেরা অভিনেত্রী। অথচ সেই সুপারস্টারের মেয়েরা ইন্ডাস্ট্রিতে পা দিয়েই হারিয়ে গেলেন। এই তালিকাতে রয়েছেন কারা? জেনে নিন।

Pratibha Sinha

১. মালা সিনহা (Mala Sinha) : মালা সিনহা ৬০-৭০ এর দশকের ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা ছিলেন। তার মেয়ে প্রতিভা সিনহাও মায়ের দেখাদেখি অভিনয়ে এসেছিলেন। ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে পরদেশিয়া গানে দেখা গিয়েছিল তাকে। এরপর আরও বেশ কিছু সিনেমাতে তিনি ছোটখাটো ভূমিকায় অভিনয় করেন। কিন্তু প্রতিভা কোনওদিনই বড় কোনও ব্রেক পাননি এই ইন্ডাস্ট্রিতে।

Tanuja Daughters

২. তনুজা (Tanuja) : তনুজাও বলিউডের একজন হিট নায়িকা ছিলেন। তার দুই মেয়ে কাজল এবং তানিশা। এদের মধ্যে বড় মেয়ে কাজল বলিউডে খুব নাম সুনাম অর্জন করেছেন। কিন্তু তানিশা সেটা পারেননি। তিনি ৪ টে সিনেমাতে অভিনয় করেছিলেন। কিন্তু তিনি কিছুতেই মা এবং দিদির মত সাফল্য পাননি। তারপর তাকে বলিউডকে বিদায় জানাতে হয়।

Twenkle Khanna

৩. টুইংকেল খান্না (Twenkle Khanna) : রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইংকেল খান্নাও বলিউডে পা রেখেছিলেন। কিন্তু তার কিছু সিনেমা ফ্লপ করে। বলিউডে তাকে রবীনা ট্যান্ডনের ডুপ্লিকেট বলা হতে থাকে যেটা তার কেরিয়ারে পক্ষে খুব খারাপ হয়েছিল। শেষ পর্যন্ত তিনি অক্ষয় কুমারকে বিয়ে করে নেন। তারপর লেখালেখির জগতে নতুন কেরিয়ার শুরু করেন টুইংকেল খান্না।

আরও পড়ুন : বিয়ে না হতেই মা হন, অক্ষয় কুমারের প্রেমে নষ্ট জীবন! ফাঁস হল রবীনা ট্যান্ডনের সিক্রেট

Sharmila Tagore daughter

৪. শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) : শর্মিলা ঠাকুর তার আমলের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন। টলিউড থেকে বলিউড, শর্মিলার নাম ছিল এক নম্বরে। তবে তার মেয়ে সোহা আলি খান মায়ের মত অতটা জনপ্রিয়তা পেলেন না। সোহা অনেকগুলো সিনেমাতে অভিনয় করেন, কিন্তু তার কোনও সিনেমা তেমনভাবে হিট হয়নি।

আরও পড়ুন : প্রথম বিয়ে লুকিয়ে সহবাস! স্বামীর জন্য বলিউড থেকেই হারিয়ে গেলেন রম্ভা

Hema Malini Daughter

৫. হেমা মালিনী (Hema Malini) : হেমা মালিনীর মেয়ে ইশা দেওলও বলিউডে পা রেখেছিলেন। কিন্তু তিনিও বলিউড থেকে খুব একটা ভালো সাড়া পাননি। তাই শেষ পর্যন্ত তাকে বলিউড ছাড়তে হয়।