অস্কারের মঞ্চে ভারতের জয়, এই ৫টি কারণে অস্কার পেল ‘নাটু নাটু’

জল্পনা অনেকদিন ধরেই ছিল, অবশেষে তা সত্যি হল। এই বছর ভারতের ঝুলিতে একাডেমির মঞ্চ থেকে এল দু-দুটি অস্কার (Oscar 2023)। যার মধ্যে একটি জিতে নিয়েছে ‘আর আর আর’ (RRR) ছবির ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানটি। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ব্লকবাস্টার ছবির এই গানটি। পেছনে ফেলে দিয়েছে রিয়ানা, লেডি গাগাদেরও।

আসলে অ্যাকাডেমির বিচারে নাটুনাটু গানের পুরস্কার পাওয়ার নেপথ্যে রয়েছে পাঁচটি বড় কারণ যা উঠে আসছে। প্রথমত, ‘নাটু নাটু’ গানের সুর এবং ছন্দ অন্যান্য গানের তুলনায় একেবারেই আলাদা। যার জন্য সুরকার এম এম কিরাবাণীকে কৃতিত্ব দিতেই হয়। গানটি খুব কম সময়ের মধ্যে দেশের প্রিয় পার্টি সংয়ে পরিণত হয়।

NAATU NAATU

দক্ষিণ ভারতীয় জনজীবনের ছোঁয়া রয়েছে এই গানের সঙ্গে তা অস্বীকার করা যায় না। ছন্দের দিক থেকেও ‘নাটু নাটু’ আলাদা। এই গান শুনলে দেশ-বিদেশ নির্বিশেষে যে কোনও ভাষাভাষীর মানুষের হৃদয় নেচে উঠবেই। তাই তো ভাষা না বুঝেও গানের তালে গোটা বিশ্ব নেচেছে ‘নাটু নাটু’র ছন্দে।

‘নাটু নাটু’ গানের পাশাপাশি গানের দৃশ্যায়নটাও নজর কেড়েছে। কিভের প্রেসিডেন্সি ভবনের সামনে জুনিয়ার এনটিআর এবং রামচরণের নাচের কোরিওগ্রাফি বিশেষ করে সবার নজর কেড়েছে। দক্ষিণের দুই নায়ক জমিয়ে নেচেছেন এই গানের সঙ্গে। গানের দুর্দান্ত তালমিলের প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্ব।

NAATU NAATU

এছাড়া নজর কেড়েছে গানের রসায়ন। এস এস রাজামৌলি এনটিআর এবং রামচরনের মেলবন্ধনে একটি আন্তর্জাতিক মানের গানের দৃশ্য নির্মাণ করেছেন বলাই বাহুল্য। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন আন্তর্জাতিক মানের গানের দৃশ্যায়ন আগে হয়নি। এমনকি গোটা বিশ্বও মুগ্ধ হয়েছে গানের কোরিওগ্রাফিতে।

NAATU NAATU

এছাড়া সর্বশেষ যে কারণটিকে উল্লেখ করা হচ্ছে সেটা হল গোটা বিশ্বজুড়ে ‘আর আর আর’ সাফল্য। ছবি মুক্তি পাওয়ার বহু আগে থেকেই রাজামৌলি প্রচার চালিয়ে আসছিলেন। বিভিন্ন জায়গায় তিনি এই গানের শিকড়ের কথা বলেছেন। দেশের সঙ্গে এই গান ওতপ্রোতভাবে জড়িত। গানটি অস্কার পাওয়ার আগে গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিল।