গত ১১ই এপ্রিল মুক্তি পেয়েছে এই বছরের বহু প্রতিক্ষীত সিনেমা কিলবিল সোসাইটি। সৃজিত মুখার্জির পরিচালনায় ১৩ বছর আগে মুক্তি পেয়েছিল হেমলক সোসাইটি। সৃজিতের প্রথম দিকের এই সিনেমা বেশ প্রশংসা পেয়েছিল দর্শকদের থেকে। ১৩ বছর পর সেই সিনেমার সিক্যুয়েল বানালেন সৃজিত মুখার্জি। তবে এই সিনেমার প্রধান ইউএসপি কী জানেন? বাংলার এই সিনেমাতে ধরা পড়েছে হলিউড নায়িকা অ্যাঞ্জেলিনা জোলির জীবনের এক ভয়ংকর সত্য। কী সেটা?
অ্যাঞ্জেলিনা জোলির জীবনের প্রতিচ্ছবি কিলবিল সোসাইটি
আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা। অ্যাঞ্জেলিনার বয়স তখন মাত্র ১৯ বছর। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওই বয়সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলিনা। না, আত্মহত্যা নয়। অ্যাঞ্জেলিনা চেয়েছিলেন তাকে খুন করা হোক। এই পৃথিবীতে কেউ অন্তত চাইবেন না যে তাকে খুন করা হোক। কিন্তু অ্যাঞ্জেলিনা চেয়েছিলেন। নিজেই নিজেকে মারার জন্য ভাড়াটে খুনিও জোগাড় করে ফেলেছিলেন তিনি।
কেন খুন হতে চেয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি?
আসলে অ্যাঞ্জেলিনা মরতে চেয়েছিলেন, কিন্তু আত্মহত্যা করতে চাননি। তাই তিনি এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে খুনের বরাত দেন। তবে সেই খুনি তাকে আবার নিজের সিদ্ধান্ত বিবেচনা করার কথা বলেন। আর তখনই মত পাল্টে যায় অ্যাঞ্জেলিনার। ধীরে ধীরে জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ালেন তিনি। হয়ে উঠলেন হলিউডের অন্যতম সেরা নায়িকা। আজ তিনি বিশ্বজোড়া মানবতার প্রতি, একজন সফল অভিনেত্রী এবং সমাজকর্মী।
কেন দেখবেন কিলবিল সোসাইটি?
অ্যাঞ্জেলিনার জীবনের এই ঘটনা পরিচালক সৃজিত মুখার্জিকে বেশ নাড়িয়ে দিয়েছে। যেদিন তিনি এই ঘটনার প্রথম শোনেন সেদিন থেকেই তার মাথায় এটা নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা ঘুরপাক খেতে থাকে। এতদিনে তার সেই পরিকল্পনা সফল হল। বাস্তব ঘটনার উপর বানানো এই থ্রিলার আপনাকে রোমাঞ্চিত করবেই। হেমলক সোসাইটির শেষ দৃশ্য দেখানো হয়েছিল আনন্দ কর ওরফে পরমব্রত এক নতুন মানুষকে নিয়ে যাচ্ছেন যিনি আত্মহত্যা করতে চান। ওই সিনেমার শেষ দৃশ্য থেকেই নতুন এই সিনেমার গল্পের শুরু। তবে পুরনো গল্পের অনুকরণ নয়, বরং বাস্তবতার সঙ্গে আধুনিকতা মিশিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন সৃজিত।
আরও পড়ুন : ২০২৫ এ মুক্তি পাবে হলিউডের এই ১০ মাস্টারপিস সিনেমা
আরও পড়ুন : Box Office-এ ঝড় তুলতে আসছে Jeet এর Upcoming 7 টি Movie
কিলবিল সোসাইটিতে অভিনয় করেছেন কারা?
এই সিনেমাতে মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জী এবং কৌশানী মুখার্জী। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং আরও অনেকের। এই সিনেমারটির প্রযোজনা করেছে এসভিএফ প্রোডাকশন।