মাত্র ২১ বছরেই শেষ কেরিয়ার, চরম মর্মান্তিক দশায় দিন কাটছে আশিকি ছবির নায়িকার

বলিউডে (Bollywood) এমন অনেক নায়ক এবং নায়িকার আগমন হয়েছিল যারা ধূমকেতুর মত হারিয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে। তবে বলিউডে তাদেরকে কেরিয়ারের ইনিংসের সূচনাটা ছিল বেশ ধামাকাদার। প্রথম ছবিই ছিল সুপারহিট। তবে একটি বা দুটি ছবির পর আচমকাই কোথায় যেন হারিয়ে গেলেন সেই তারকারা। তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী অনু আগরওয়াল (Anu Agarwal)।

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘আশিকী’ (Aashiqui) ছিল সুপারহিট। এই ছবিতে নবাগতা অভিনেত্রী হিসেবে অনু রাতারাতি গোটা দেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই সময় অনুর গ্ল্যামারে মুগ্ধ ছিল আসমুদ্রহিমাচল। সকলেই ভেবেছিলেন এই মেয়েই অনতিবিলম্বে বলিউডে রাজত্ব করবে। তবে ভাগ্য তার কাছ থেকে সেই সুযোগ কেড়ে নেয়।

Aashiqui

‘আশিকী’ মুক্তি পাওয়ার পরপরই তৎকালীন সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছিল তার নাম। মাত্র ২১ বছরেই তিনি জীবনে পেয়েছিলেন সবকিছু। কিন্তু একটি ভয়ঙ্কর দুর্ঘটনা তার কাছ থেকে সমস্ত সুযোগ ছিনিয়ে নেয়। এই দুর্ঘটনায় কোনওমতে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছিলেন অনু। তবে সেই দুর্ঘটনাই তার কাছ থেকে সবকিছু কেড়ে নেয়।

সালটা ছিল ১৯৯৯। ততদিনে ‘আশিকী গার্ল’ অনু আগরওয়ালের নাম সকলের মুখে মুখে ফিরছে। আচমকাই এক ভয়ংকর দুর্ঘটনার খবর মেলে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন অনু। এই দুর্ঘটনার কারণে টানা ২৯ দিন কোমাতে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন নায়িকা। তবে মৃত্যুর দোরগোড়ায় পৌছে গেলেও সিনেমার মতই মিরাকেল ঘটে যায় তার জীবনে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফের জীবন ফিরে পান অনু।

জীবন-মৃত্যুর লড়াইয়ে অনু জিতে গেলেও এই দুর্ঘটনা তার জীবন পুরোপুরি বদলে দেয়। তার কারণ ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় অনু তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। পরে সুস্থ হয়ে তিনি আবার বলিউডে ফেরত আসতেও চেয়েছিলেন। কিন্তু তখন নাকি কেউ তাকে কাজ দিতে চাননি। এমনকি অনেকেই তাকে ‘চেনেন না’ বলেও ফিরিয়ে দেন!

 

View this post on Instagram

 

A post shared by anu aggarwal (@anusualanu)

আজ অনু বলিউড থেকে দূরে থেকে জীবন কাটাচ্ছেন। এমনকি এখন তাকে কিংবা তার ছবি দেখলেও চেনা যায় না। আশিকী গার্লের গ্ল্যামার একসময় বলিউডের ঘুম উড়িয়েছিল। কিন্তু এখন তার চেহারা দেখলে সত্যিই অবাক হয়ে যান তার ভক্তরা। বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর এমন করুণ পরিণতি আশা করেননি কেউই।