ফেলুদা, ব্যোমকেশের পর এখন বাঙালির পছন্দের গোয়েন্দা লিস্টে ঢুকে পড়েছেন একেন বাবুও। বিগত কয়েক বছরে আনন্দমেলার পাতা থেকে সোজা টলিউড সিনেমায় উঠে এসেছে এই মজাদার গোয়েন্দা চরিত্রটি। সিরিজ কিংবা সিনেমাতে একের পর এক ধরা পড়ছে একেন বাবুর একটার পর একটা কর্মকাণ্ড। এবার যেমন বেনারসে নতুন কীর্তি দেখাবেন একেন বাবু। প্রকাশ্যে এল একেন বাবুর ‘বেনারসে বিভীষিকা’ সিনেমার টিজার।
কবে মুক্তি পাচ্ছে দ্য একেন : বেনারসে বিভীষিকা?
১৯ শে এপ্রিল আসন্ন সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। এবার আগামী ১৬ ই মে এই সিনেমাটি Hoichoi তে মুক্তি পাবে। গরমের ছুটিতে একেন বাবুর সঙ্গে দর্শকরাও পাড়ি দেবেন বেনারসে। শুধু বেনারস সফর নয়, সঙ্গে পাবেন সাসপেন্স-থ্রিলারের অনুভূতি। আপনাকে হাসাতে হাসাতেই সাংঘাতিক বুদ্ধির মারপ্যাঁচে বেনারসের বিভীষিকার রহস্য উদঘাটন করবেন একেন বাবু।
দ্য একেন : বেনারসে বিভীষিকার টিজার
ছবির টিজারের শুরুতেই দেখানো হয়েছে বেনারসের হরগৌরী ঘাটে গঙ্গা আরতির দৃশ্য। বেনারসের অলিগলি, যেখানে রয়েছে রহস্যের গন্ধ। বাপি এবং প্রমথকে নিয়ে একেন বাবু পৌঁছে গিয়েছেন সেখানে। এখানে আবার ভিলেনের ভূমিকায় রয়েছেন শাশ্বত চ্যাটার্জী। একেন বাবুর চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও অন্য চরিত্রে রয়েছেন সোমক ঘোষ, সৌহার্থ মুখোপাধ্যায়, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সমিতা দাস দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়, শুভদীপ বি গুহ ও জয়ন্তী সেনরা।
আরও পড়ুন : ২০২৫ এ মুক্তি পাবে হলিউডের এই ১০ মাস্টারপিস সিনেমা
আরও পড়ুন : ২০২৫ -এ মুক্তি পাবে জনপ্রিয় এই ৯ ওয়েব সিরিজের নতুন সিজন
চমক দেখাবেন শাশ্বত
এই সিনেমাতে সব থেকে বেশি চমক থাকবে শাশ্বত চ্যাটার্জির চরিত্রে। তাকে এখানে মোট ৯টি রূপে পাওয়া যাবে। গল্প দাদু থেকে পুলিশ, পার্শি, অ্যাংলো ইন্ডিয়ান এরকম নানা চরিত্রে দেখা যাবে শাশ্বতকে। এই প্রথম শাশ্বত একেন সিরিজে পা রাখছেন।