বলিউডে বচ্চন পরিবার (Bachchan Family) মানেই তারকাদের মেলা। একই পরিবারে রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan)। একই পরিবারে রয়েছে বলিউডের জনপ্রিয় চারজন তারকারা। তাই বচ্চন পরিবার নিয়ে দর্শকদের মধ্যেও কৌতুহল রয়েছে। মানুষ জানতে চায় তাদের জীবন সম্পর্কে। যদিও সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এসব জানা খুবই সহজ।
তবে এমন অনেক কিছুই রয়েছে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় না। তারকারা নিজের জীবনের এমন অনেক সত্য লুকিয়ে রাখে যা সাধারণ মানুষ জানতে পারে না। যেমন ২০০০ সালের পর থেকে অমিতাভ বচ্চনের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমনকি টাকার প্রয়োজনে ‘বুম’-এর মতো বি-গ্ৰেড ছবিতেও কাজ করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে।
তবে শুধু আর্থিক সমস্যা নয়, অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন খুব বেশি কথা বলেন না, তার মা জয়া বচ্চনের সঙ্গে। যদিও এর পিছনে কারণ রয়েছে। মাত্র ২১ বছর বয়সে শ্বেতার সঙ্গে নিখিল নন্দার জোর করে বিয়ে দিয়েছিলেন জয়া বচ্চন। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। এই জন্য মাকেই দোষ দেন শ্বেতা এবং মায়ের সঙ্গে খুব বেশি কথাও বলেন না।
তবে বচ্চন পরিবারের আরও একটি সত্য হল রেখা আর অমিতাভ বচ্চনের প্রেম। ১৯৭৩ সালে জয়ার সঙ্গে বিয়ে হয় অমিতাভ বচ্চনের। কিন্তু রেখার সঙ্গে তার প্রেম তখনও ছিল। তারপর জয়া বিষয়টা জানার পর অমিতাভ বাধ্য হন রেখার সঙ্গে সব সম্পর্ক মুছে ফেলতে। কিন্তু অমিতাভ মুছে ফেললেও রেখা কখনও মুছে ফেলেনি। রেখা আজও অমিতাভকে নিজের স্বামী হিসেবে মানেন। তাই সিঁথিতে সিঁদুরও পড়েন।
জয়া বচ্চন প্রথমে ঐশ্বর্যকেও পছন্দ করতেন না। আসলে অভিষেকের স্ত্রী হিসেবে রানি মুখোপাধ্যায়কে ভেবে রেখেছিলেন অমিতাভ ও জয়া। জানা গিয়েছে, ঐশ্বর্য রাই বচ্চনের জনপ্রিয়তা যেহেতু অভিষেকের থেকে অনেক বেশি তাই তাকে পছন্দ করতেন না জয়া। যদিও শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়েছিল। তবে নিজের কেরিয়ার থেকে বিরতি নিতে হয়েছিল ঐশ্বর্যকে।
এছাড়াও ঐশ্বর্যের সম্পর্কে গুঞ্জন রয়েছে যে তিনি অভিষেক নয়, অমিতাভের জন্য বচ্চন পরিবারে এসেছেন। এভাবে তার চরিত্র নিয়ে বার বার কথা উঠেছে। যদিও এই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই অনুরাগীরা এই ঘটনা মিথ্যা বলেই মেনে নিয়েছেন।