সেইফের শরীরে বিঁধে ছিল এত বড় ছুরি! ছবি দেখে শিউরে উঠছেন নেট নাগরিকরা

বৃহস্পতিবার মাঝরাতে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছেন সেইফ আলি খান (Saif Ali Khan)। মুম্বাইতে তার অ্যাপার্টমেন্টে চুরি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল এক চোর। হাতেনাতে ধরা পড়তেই সেইফের উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক ছুরির কোপ বসাতে থাকে সে। কতটা ভয়াবহ ছিল এই হামলা? ডাক্তারদের রিপোর্ট দেখলে আপনি শিউরে উঠবেন। সেইফের শরীর থেকে বেরোলো বিশাল বড় এক ছুরির অংশ। দেখেই ভিরমি খাচ্ছেন নেট নাগরিকরা।

সেইফের উপর হামলা চালিয়ে ওই হামলাকারী তাকে ৬ বার আঘাত করে ধারালো ছুরি দিয়ে। অভিনেতার ঘাড়ে, পিঠে, হাতে, পেটে রয়েছে গভীর আঘাত। আঘাত এতটাই গুরুতর ছিল যে মেরুদন্ডে বিঁধে ভেঙে গিয়েছিল ওই ছুরি। আঘাতের ফলে তার মেরুদণ্ড থেকে সেলিব্রো স্পাইনাল ফ্লুইড পর্যন্ত বের হতে শুরু করে। অল্পের জন্য তার মেরুদন্ড রক্ষা পেয়েছে। নইলে আরও বিপদে পড়তেন তিনি।

Saif Ali Khan

হামলার পরই সেইফকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মেরুদণ্ড, ঘাড় ও পেটের অপারেশন হয়। মেরুদণ্ড থেকেই বেরিয়ে এসেছে আড়াই ইঞ্চির ছুরির ভাঙ্গা অংশ। হাসপাতাল থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ডাক্তাররাও সেইফের কথা ভেবে চিন্তিত। তাদের আশঙ্কা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড লিক থেকে সংক্রমণ ছড়িয়ে মস্তিষ্ক পর্যন্ত গেলেই বিপদ। এক্ষেত্রে প্রাণ যাওয়ারও সম্ভাবনা থাকে।

আরও পড়ুন : সইফের উপর হামলা চালালো কে? হামলাকারীকে চিনে নিন এক্ষুনি

Saif ali khan

আরও পড়ুন : ৫০০০ কোটির সম্পত্তির এক কানাকড়িও সন্তানদের দিতে পারবেন না সেইফ! কেন জানেন?

শুধু তাই নয়, সেইফের শরীরে যে আঘাত লেগেছে তার থেকে তার মাথা ব্যথা, নার্ভের সমস্যা, শরীরের অন্যান্য অংশ অসাড় হয়ে যাওয়া সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় একেবারেই অতিরিক্ত পরিশ্রম করতে পারবেন না তিনি। অন্তত ১ মাস তাকে বিশ্রাম নিতে হবে।