ইউটিউবে ভিডিও বানিয়েই কোটিপতি! মাসে কত টাকা রোজগার করেন কিরণ দত্ত?

ইউটিউবে ভিডিও বানিয়েই বিলাসবহুল বাড়ি-গাড়ি, মাসে কত টাকা রোজগার করেন কিরণ দত্ত?

How Much Kiran Dutta Earns From YouTube : কয়েক বছর আগে পর্যন্ত বাংলায় ইউটিউবের চল ছিল না তেমন। লকডাউনের সময় হু হু করে বেড়ে যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের হিড়িক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ইউটিউব (YouTube), ফেসবুকের জনপ্রিয়তা।। ঠিক তখনই বাঙালিরা বাংলার ইউটিউবার (Bengali YouTuber) কিরণ দত্ত (Kiran Dutta) -র খোঁজ পান। ইঞ্জিনিয়ারিং পড়ে প্লেসমেন্টের অপেক্ষায় বসে না থেকে ততদিনে কিরণ দত্ত খুলে ফেলেছিলেন নিজের ইউটিউব চ্যানেল দ্য বং গাই (The Bong Guy)। বাকিটা যেন রূপকথার গল্প।

কারও কোনও সাহায্য না নিয়ে শুধু নিজের স্মার্টফোন ব্যবহার করেই একের পর এক ভিডিও বানিয়েছেন কিরণ দত্ত। তার সেই ভিডিও পছন্দ করেছেন বহু মানুষ। ধীরে ধীরে বেড়েছে তার জনপ্রিয়তা। শয়ে শয়ে, হাজারে হাজারে সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে কখন মিলিয়ন ছুঁয়ে ফেলেছে। এখন তার ভিডিওতে মিলিয়নের উপর মিলিয়ন ভিউ হয়। ভিউয়ের সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার রোজগার (Kiran Dutta`s Income)

KIRAN DUTTA

বলতে গেলে কিরণ দত্তই হলেন বাংলার প্রথম তারকা ইউটিউবার। তিনি আরও অন্যান্য বাঙালি ছেলে-মেয়েদের এই পথে আসতে উদ্বুদ্ধ করেছেন। একটি নয়, দু-দুটি ইউটিউব চ্যানেল রয়েছে তার। দুটিতেই সাবস্ক্রাইবারের সংখ্যা কয়েক লক্ষ। রয়েছে ফেসবুক পেজ। সেখানেও তার বেশ কয়েক লাখ অনুরাগী রয়েছে। ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে তার রোজগার তাই আকাশ ছোঁয়া।

কিরণ যখন ইউটিউব চ্যানেল খোলেন তখন বাঙালি ইউটিউবার হিসেবে তেমন পরিচিত ছিলেন না কেউ। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর পেশা হিসেবে ইউটিউবকে বেছে নেওয়াটা সত্যিই বেশ ঝুঁকিপূর্ণ ছিল সেই সময়। কিন্তু কিরণ সেই রিস্ক নিয়েছিলেন বলেই আজ তিনি একজন বাঙালি তারকা ইউটিউবার হতে পেরেছেন। ইউটিউবের সুবাদেই তার রোজগার, বাড়ি-গাড়ি, সব হয়েছে।

KIRAN DUTTA

ইউটিউব থেকে রোজগারের টাকা জমিয়েই কলকাতার বুকে আস্ত একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলেছেন কিরণ। সেই সঙ্গে কিনেছেন দামী ব্র্যান্ডের গাড়িও। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি যে সাফল্য পেয়েছেন তা বলতে গেলে ইঞ্জিনিয়াররা ১০ বছরেরও পারবেন না। আর তার রোজগার? সেটাও ইঞ্জিনিয়ারদের থেকে অন্তত ৬-৭ গুণ বেশি।

KIRAN DUTTA

আরো পড়ুন : একটা ভিডিও থেকে কত টাকা আয় করেন ক্যারিমিনাতি? জানলে কর্পোরেটরাও লজ্জা পাবে

একবার জি বাংলার দাদাগিরির মঞ্চে এসে সগর্বে নিজের রোজগারের বিষয়ে অকপটে মুখ খুলেছিলেন কিরণ দত্ত। সৌরভ গাঙ্গুলী তাকে তার উপার্জন সম্পর্কে জানতে চান। কিরণ কোনও রাখঢাক না রেখেই বলেন ইঞ্জিনিয়ারদের থেকে তিনি কয়েক গুনে বেশি রোজগার করেন এখন। তা শুনে সৌরভ বলেন তাহলে তো সংখ্যাটা বছরে ১০-১২ লক্ষতে দাঁড়াচ্ছে। স্মিত হেসে আকারে-ইঙ্গিতে সেটাই সত্যি বলে মেনে নেন কিরণ।

আরো পড়ুন : ভারতের সবথেকে ধনী ইউটিউবার, জানেন ভুবন বামের এক মাসের উপার্জন কত?