৮ মাসের অন্তঃসত্ত্বা, মা হতে চলেছেন তেঁতুল পাতার এই অভিনেত্রী! দিলেন সুখবর

মা হতে চলেছেন অনিন্দিতা রায়চৌধুরী। বিয়ের তিন বছরের মাথায় সন্তান আসবে সুদীপ সরকার এবং অনিন্দিতা রায় চৌধুরীর সংসারে। তেঁতুল পাতা সিরিয়ালের সিরিয়াল পিসি কিন্তু ৮ মাসের অন্তঃসত্ত্বা। তবুও তিনি দাপটের সঙ্গে কাজ করে চলেছেন ক্যামেরার সামনে। বেবি বাম্প নিয়েই শুটিং করছেন অনিন্দিতা। ক্যামেরার কারসাজিতে ধরা পড়েনি দর্শকদের নজরে। কিন্তু এতদিনে ফাঁস হলো সেই সুখবর।

সম্প্রতি তেঁতুল পাতার শুটিং সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন অনিন্দিতা। তার সবুজ শাড়ির ফাঁক দিয়ে বেবি বাম্প স্পষ্ট ধরা পড়েছে নেট নাগরিকদের চোখে। এখন প্রেগনেন্সির তৃতীয় পর্যায়ে আছেন অনিন্দিতা। ফেব্রুয়ারি মাসেই সন্তানের মুখ দেখবেন তিনি। কিন্তু এখনও শুটিং বন্ধ করেনি তিনি। ছুটির প্রসঙ্গে তিনি বলেছেন তিনি এখনো শট দিতে পারছেন। তিনি যে অন্তঃসত্ত্বা সেটা ক্যামেরায় দেখে তাকে বোঝা যাচ্ছে না।

 Anindita Roy Chowdhury

সিনে কম্পোজিশনের যেহেতু কোনও অসুবিধা হচ্ছে না এবং ডিরেক্টার বা চ্যানেলের তরফ থেকে তাকে কিছু জানানো হয়নি তাই এখনও শুটিং অব্যাহত রেখেছেন অনিন্দিতা। তিনি ফিজিক্যালি ফিট রয়েছেন। তার ডাক্তার তাকে জানিয়েছেন তিনি কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু ডেলিভারির সময় এলে তখন কিছুদিনের জন্য তাকে ছুটি নিতেই হবে। তাও মাত্র কিছুদিন তিনি ছুটি নেবেন। সন্তানের জন্মের পরই তিনি আবার কাজে ফিরবেন বলে জানিয়েছেন অনিন্দিতা।

আরও পড়ুন : বিয়ের আগেই মা হলেন বলিউডের এই অভিনেত্রী! সরগরম সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন : বরকে সিঁদুর পরিয়ে বিয়ে! হিন্দু বিয়ের রীতিনীতি বদলে কটাক্ষে জেরবার শ্বেতা-রুবেল

এই সিরিয়ালে অঞ্জলি ওরফে অনিন্দিতার চরিত্রটি খুবই লাউড। তাকে সব সময় চিৎকার করে কথা বলতে হয়। কিন্তু এতে কোনও অসুবিধা তার হচ্ছে না। বরং তার গর্ভের সন্তানও যেন মা একটিভ থাকুক এটাই চায়‌। অনিন্দিতা কাজের মধ্যে থাকলে সে সবসময় তাকে সাপোর্ট দেয়। কিন্তু তিনি যখন রেস্ট নিতে যান, তখন তার গর্ভে সন্তানের এক্টিভিটিও বাড়ে। তাই গর্ভাবস্থার এই চমৎকার সময়টা ভালোভাবেই উপভোগ করছেন অনিন্দিতা।