অবশেষে দীর্ঘ ৯ মাসের প্রতীক্ষার হল অবসান। মা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। জি বাংলার তেঁতুল পাতা সিরিয়ালের সিরিয়াল পিসির কোল জুড়ে এল ছোট্ট সন্তান। সোমবার সকালে মা হওয়ার এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী। অনিন্দিতা এবং তার স্বামী সুদীপ সরকারের প্রথম সন্তান ছেলে হল না মেয়ে?
সোমবার সকালে অনিন্দিতা তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো কার্ড শেয়ার করেন। সেখানে একটা ছোট্ট বাচ্চার হাত আর তার উপর হার্টের ইমোজি রয়েছে। তার উপর লেখা “অবশেষে রাণী এসেছে।” নিচে লেখা ৩রা মার্চ ২০২৫, সুদীপ এবং অনিন্দিতা। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা। এই বছরের জানুয়ারি মাসেই সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন অনিন্দিতা। এমনকি ডেলিভারির আগে পর্যন্ত তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন ক্যামেরার সামনে। তার ঘোষণার আগে কেউ বুঝতেই পারেননি তিনি এত মাস ধরে প্রেগনেন্ট রয়েছেন।
গর্ভাবস্থাতেও একটানা ৮ মাস সমান ভাবে কাজ করেছেন অনিন্দিতা। জি বাংলার তেঁতুল পাতা সিরিয়ালে তাকে খল চরিত্রে অভিনয় করতে হয়। তার চরিত্রটি খুবই লাউড। তাই জোরে জোরে চেঁচিয়ে অভিনয় করতে হয় তাকে। কিন্তু তাও অভিনয় ছাড়েননি অনিন্দিতা। এমনকি প্রসবের মাত্র এক সপ্তাহ আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ধারাবাহিক থেকে ছুটি নেন অনিন্দিতা। সেই সময় তাকে সেটেই অভিনেতাদের তরফ থেকে সাধ খাওয়ানো হয়েছিল।
আরও পড়ুন : বদলে গেল সোনা-রূপা, লিপ নিল অনুরাগের ছোঁয়া! আসছে জব্বর টুইস্ট
View this post on Instagram
আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে তুই আমার হিরো? কপাল পুড়লো এই মেগা সিরিয়ালের
অনিন্দিতা জানিয়েছেন আপাতত ছোট্ট সন্তানের জন্য কিছুদিন তিনি অভিনয় করবেন না। তবে খুব তাড়াতাড়িই তাকে আবার তেঁতুল পাতায় দেখা যাবে। আপাতত ছোট্ট সন্তানকেই সময় দেবেন অনিন্দিতা। সুদীপ এবং অনিন্দিতার মেয়েকে শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছেন নেট নাগরিকরা।