দেবলীনা-বিবৃতি দুজনেই বাদ! কার সঙ্গে প্রেম করছেন তথাগত মুখার্জী?

দেবলীনা অতীত, বিবৃতিও বাদ! নতুন প্রেমিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তথাগত মুখার্জী। অবশেষে প্রকাশ্যে এলো তথাগতর নতুন প্রেমিকার পরিচয়। বিবৃতিকে ভুলে এখন কার সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউডের এই প্রখ্যাত অভিনেতা তথা পরিচালক? তিনিও কিন্তু গ্ল্যামার দুনিয়ারই মানুষ। সম্প্রতি প্রেমিকার সঙ্গে তথাগতর ছবি এলো প্রকাশ্যে।

তথাগত মুখার্জীর নতুন প্রেমিকা

তথাগতর নতুন প্রেমিকার নাম আলোকবর্ষা বসু। তিনি একজন সহকারি পরিচালক। অফিশিয়ালি যদিও দেবলীনা দত্তের সঙ্গে এখনও বিবাহিত তিনি। খাতায়-কলমে ডিভোর্স হয়নি। তা সত্ত্বেও বারবার একাধিক মহিলার সঙ্গে জড়িয়েছে তথাগতর নাম। কিছুদিন আগে পর্যন্ত বিবৃতির সঙ্গে তার সম্পর্ক ছিল টলিউডের ওপেন সিক্রেট। কিন্তু এখন শোনা যাচ্ছে বিবৃতিও তথাগতর জীবনে এখন অতীত।

 Tathagata Mukherjee

তথাগত মুখার্জীর একাধিক সম্পর্ক

তথাগতর প্রথম স্ত্রী ছিলেন কন্যাকুমারী মুখার্জী। তিনিও একজন অভিনেত্রী। তাকে ডিভোর্স দিয়ে তথাগত বিয়ে করেন দেবলীনা দত্তকে। দেবলীনাকে ডিভোর্স না দিয়েই তথাগত বিবৃতি চ্যাটার্জীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দুজনে লিভ ইনেও ছিলেন। কিন্তু বিবৃতিও তথাগতর জীবনে এখন অতীত। কারণ তথাগতর জীবনে বর্তমানে প্রেমিকার জায়গা নিয়েছেন আলোকবর্ষা। এই সম্পর্কের কথা জানাজানি হতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : ছেলের থেকে হবু বৌমা ৬ বছরের বড়! দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জী

 Tathagata Mukherjee

আরও পড়ুন : “বিছানায় এখনও সক্ষম!”, ৭৫ পেরিয়ে ২৫ এর ছাত্রীকে প্রেম নিবেদন করলেন কবীর সুমন

দেবলীনা এবং তথাগত আলাদা রয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে। মাঝে অবশ্য শোনা যাচ্ছিল দুজনের মধ্যে সম্পর্ক আবার শুধরে গিয়েছে। পুরনো সব মনোমালিন্য ভুলে আবার একসঙ্গেই থাকবেন দুজনে। বিশেষ করে বিবৃতির সঙ্গে তথাগতর দূরত্ব সৃষ্টি হওয়ার খবর প্রকাশ্যে আসতে অনেকেই ভেবেছিলেন দেবলীনা এবং তথাগত আবার এক হয়ে যাবেন। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ হল। কারণ তথাগত জীবনে এন্ট্রি নিয়েই ফেলেছেন নতুন প্রেমিকা।