Target Rating Point : বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের হাতে গরম টিআরপি (TRP) তালিকা এসে হাজির। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) -র সিরিয়ালগুলো কে কেমন ফলাফল করছে তা জানার এটাই একমাত্র উপায়। টিআরপি তালিকার নিরিখে এখন অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa), জগদ্ধাত্রী (Jagaddhatri) এবং ফুলকি (Phulki) -র মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সেই তালিকাতে এবার ঢুকে পড়লো স্টার জলসার নতুন সিরিয়ালগুলোও।
গত সপ্তাহের পর এই সপ্তাহেও জগদ্ধাত্রী রয়েছে বেঙ্গল টপার এর আসনে। ৭.৯ নম্বর নিয়ে জি বাংলার এই সিরিয়াল প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৬। এই সপ্তাহে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রীকে টপকে যেতে পারেনি। অন্যদিকে ফুলকি রয়েছে তৃতীয় স্থানে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৫। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ।
স্টার জলসার নতুন সিরিয়াল লাভ বিয়ে আজকাল রয়েছে রাঙ্গা বউয়ের বিপরীতে। তবে প্রথম সপ্তাহেই এই সিরিয়ালটি সেরা দশের তালিকাতে ঢুকে পড়েছে। ভবিষ্যতে এই সিরিয়ালের টিআরপি আরো বাড়বে। যার ফলে রাঙা বউ পিছিয়ে পড়তে পারে। রাঙা বউকে জব্দ করার জন্য পঞ্চমীকে সরিয়ে আনা হয়েছে ওমকার এবং শ্রাবণের নতুন প্রেমের এই গল্প।
প্রথম সপ্তাহের টিআরপির সেরা দশের তালিকাতে ঢুকতে পারলেও স্লট লিডার হতে পারেনি লাভ বিয়ে আজকাল। রাঙা বউ ৭.৪ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। নিম ফুলের মধু রয়েছে পঞ্চম স্থানে। ৭.২ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি। ষষ্ঠ স্থানে রয়েছে সন্ধ্যা তারা। আগের তুলনায় এই সিরিয়ালের টিআরপি বেশ বেড়েছে। এখন সন্ধ্যাতারার প্রাপ্ত নম্বর ৬.৯।
কার কাছে কই মনের কথা সিরিয়ালটি টিআরপি নম্বর দিনে দিনে বাড়ছে। ধারাবাহিকটি ৬.৫ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে। অষ্টম স্থানে রয়েছে তুঁতে। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১। নবম স্থানে রয়েছে লাভ বিয়ে আজকাল। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.০। প্রথম সপ্তাহেই সেরা দশের তালিকায় ঢুকে পড়া মুখের কথা নয়। তাই এই সিরিয়ালটি নতুন করে আশা দেখাচ্ছে স্টার জলসাকে।
আরও পড়ুন : মহালয়ার মহাচমক! কোয়েল ছাড়াও স্টার জলসায় এবার দুর্গা রূপে থাকবেন এই ২ জনপ্রিয় নায়িকা
খেলনা বাড়ি রয়েছে দশম স্থানে। যে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। অনুরাগের ছোঁয়াতে একের পর এক টুইস্ট এমনকি দীপার অ্যাক্সিডেন্টের এক ঘন্টার মহাপর্ব দেখিয়েও লাভের লাভ কিছুই হয়নি। জগদ্ধাত্রীকে হারাতে ব্যর্থ হয়েছে অনুরাগের ছোঁয়া। এদিকে আবার ‘হরগৌরী পাইস হোটেল’ বেশ কয়েক সপ্তাহ পর আবারও সেরা দশের বাইরে ছিটকে গিয়েছে।
আরও পড়ুন : রাতারাতি বন্ধ হয়ে গেল ‘নিম ফুলের মধু’র শুটিং, মাথায় হাত দর্শকদের