’তারক মেহতা কা উল্টা চশমা’ (Tarak Mehta Ka Ulta Chasma) হিন্দি টেলিভিশনের একটা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিক বছরের পর বছর ধরে সাধারণ মানুষের মনোরঞ্জন করে এসেছে। তবে এই জনপ্রিয় ধারাবাহিকের জনপ্রিয় একজন অভিনেতার মৃত্যুতে সম্প্রতি শোকের আবহ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রয়াত হলেন এই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুনীল হোলকার (Sunil Holkar)।
সুনীল হোলকারের বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। এত কম বয়সেই তার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না দর্শকরা। হিন্দি টেলিভিশনের অনতম জনপ্রিয় মুখ তিনি। শেষ তাকে ’ঘোস্ট এক পৈঠানিচি’ ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। মা-বাবা, স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে থাকতেন সুনীল।
সুনীলের সম্পর্কে যতদূর জানা গিয়েছে তিনি বিগত বেশ কয়েকদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিল বহুদিন ধরে। তবে চিকিৎসাতে শেষের দিকে আর সাড়া দিচ্ছিলেন না তিনি। শেষমেষ গত ১৩ই জানুয়ারি শুক্রবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে সুনীলের মৃত্যু হয়।
সুনীলের একজন বন্ধু তার মৃত্যুর পরে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন অভিনেতা শেষের দিকে বুঝতে পেরেছিলেন তার মৃত্যু আসন্ন। যে কারণে তিনি মৃত্যুর আগে তার বন্ধুকে হোয়াটসঅ্যাপে সমস্ত আত্মীয় ও আপনজনদের শেষ বার্তা জানিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তাকে অফুরান ভালবাসা দেওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে নিজের জীবনের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।
সুনীল দীর্ঘদিন অশোক হান্দের চৌরাং নাট্য সংস্থানে কাজ করেছেন। সেই সঙ্গে দীর্ঘ ১২ বছর ধরে তিনি থিয়েটার করেছেন। তিনি ভীষণ ভাল গল্পকথক ছিলেন। ‘তারাক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের প্রযোজক অসিতকুমার মোদি টুইটারে সুনীল হোলকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য কিছুদিন আগেই এই ধারাবাহিকের নাটু কাকা ওরফে ঘনশ্যাম নায়ক ৭৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন ঘনশ্যাম নায়ক। কেমোথেরাপি দিয়ে তার চিকিৎসা চলছিল। গত বছরের এপ্রিল মাসে তার ক্যান্সার ধরা পড়ে। তার ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ঘনশ্যামের ঘাড়ের একটি টমোগ্রাফি স্ক্যান করে কিছু স্পট দেখা যায়। এরপর তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শুরু হওয়ার পর কিছুদিন ভাল ছিলেন ঘনশ্যাম। তবে কিছুদিন আগেই তার প্রয়াণ ঘটেছে।