শিশুশিল্পী থেকে সোজা নায়িকা! জি বাংলাতে আসছে নতুন সিরিয়াল

এসে গেল আরও একটি নতুন ধারাবাহিকের খবর। জি বাংলাতে খুব তাড়াতাড়ি শুরু হবে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে একটি নতুন সিরিয়াল। বর্তমানে তার প্রস্তুতি চলছে। সব থেকে বড় চমক থাকবে কাস্টিংয়ে। কারণ এই সিরিয়ালের নায়িকা হতে চলেছেন জনপ্রিয় একজন শিশুশিল্পী। সেই সঙ্গে নায়কের ভূমিকাতেও থাকবে চমক। চিরদিনই তুমি যে আমার, তুই আমার হিরোর পর এবার এক নতুন ধামাকা নিয়ে আসছে জি বাংলা।

ফিরছেন জনপ্রিয় এই শিশু শিল্পী

অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনার এই সিরিয়ালে মা এবং দুই ছেলের মিষ্টি সম্পর্কের গল্প দেখানো হবে। এখানে দুই নায়কের ভূমিকায় থাকবেন সায়ন মুখোপাধ্যায় এবং আর্য দাসগুপ্ত। আর এই সিরিয়ালের নায়িকা হতে চলেছেন জনপ্রিয় শিশুশিল্পী তানিশকা তিওয়ারি। যাকে এর আগে ফেলনা, শ্রীমান পৃথ্বীরাজের মত সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।

Tanishka Tiwari

আর কে কে থাকবেন এই সিরিয়ালে?

এই সিরিয়ালে দুই নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অঞ্জনা বসুকে। তার বড় ছেলের কলকাতা অভিনয় করবেন সায়ন মুখোপাধ্যায়। ছোট ছেলের ভূমিকায় থাকবেন আর্য দাশগুপ্ত। আর্যকে এর আগে গাঁটছড়া সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। ইতিমধ্যেই অভিনেতাদের লুট সেট হয়ে গিয়েছে। তবে ধারাবাহিকের নাম এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন : ৮ মাসেই বন্ধ সিরিয়াল! জি বাংলার আরও একটি সিরিয়াল নিয়ে এল খারাপ খবর

 Shayan Mukherjee Arya Dasgupta

আরও পড়ুন : প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা, কে হল বেঙ্গল টপার?

কবে কোন স্লটে আসবে এই নতুন সিরিয়াল?

নতুন সিরিয়াল আসা মানেই পুরনো কোনো সিরিয়ালের বিদায় ঘন্টা বাজবে। এই মুহূর্তে জি বাংলাতে সন্ধ্যা সাড়ে আটটা, রাত ন’টা এবং রাত দশটার স্লট দুর্বল। এই দিনটি স্লটের মধ্যেই হয়তো কোনটিতে আনা হতে পারে নতুন এই সিরিয়ালটিকে। শেষ পর্যন্ত কোন সিরিয়াল বন্ধ করে এই নতুন সিরিয়ালের সম্প্রচার হবে সেটা জানতে আর কিছুদিন বাকি।