ভক্তির নামে সস্তা প্রচার! পুণ্য স্নানের নামে আদতে নাটক করতে জলে নেমেছেন! মহাকুম্ভ স্নান করতে গিয়ে কার্যত এভাবেই কটাক্ষের শিকার হলেন কাজলের বোন তানিশা মুখার্জী। মহাকুম্ভতে গিয়ে সেখান থেকে নানা মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে প্রশংসার বদলে শুধু সমালোচনাই পাচ্ছেন তানিশা।
সম্প্রতি তানিশা তার কিছু বন্ধুবান্ধবদের নিয়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যান। সোশ্যাল মিডিয়াতে কুম্ভস্নানের বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন তিনি। তারই একটি টুকরো ভিডিওতে দেখা গেল তানিশা জলে নেমেছেন, কিন্তু গঙ্গাতে ডুব দিতে চাইছেন না। উল্টে বলছেন, “জল বড্ড নোংরা, একটা ডুবই ঠিক আছে।” গেরুয়া রঙের শাড়ি পরে জলে নেমে আঁচল দুলিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন তানিশা। এসব দেখেই সোশ্যাল মিডিয়াতে উঠলো সমালোচনার ঝড়।
View this post on Instagram
আরও পড়ুন : “বাথরুমে শরীরের প্রতিটি অঙ্গ ছুঁয়ে…!” গ্ল্যামারাস দেখানোর গোপন সিক্রেট ফাঁস করলেন তামান্না ভাটিয়া
নেট নাগরিকরা মন্তব্য করছেন, “পূণ্য করতে গিয়েছেন নাকি সিনেমা করতে?” কেউ বলছেন, “ভক্তির নামে নিজের প্রচার করতে যাচ্ছেন নিজেদের বিখ্যাত করার ধান্দা।” তবে এসব সমালোচনার কোনও জবাব দেননি তানিশা। প্রয়াগরাজে কখনও চোখে মুখে গঙ্গার জল ছিটাতে দেখা গেল তাকে, কখনো আবার বন্ধুদের সঙ্গে নিয়ে মানব শৃংখল বানালেন তানিশা। তবে প্রয়াগ রাজে কাটানো প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে গিয়েই কটাক্ষের শিকার হতে হলো তাকে।