কাজ দেয় না টলিউড! অভিনয় ছেড়ে নতুন পেশা নিলেন তনিমা সেন

হঠাৎ যেন টলিউড মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। এখন আর তাকে কাজ দেয় না কেউ। এক বছর ধরে সেভাবে কাজ পাচ্ছেন না বর্ষিয়ান অভিনেত্রী তনিমা সেন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর স্টার জলসার উড়ান এবং তেঁতুল পাতা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু উড়ান থেকে হঠাৎ করেই তিনি বাদ পড়ে যান। আবার তেঁতুল পাতাতেও নিয়মিত দেখা যায় না তাকে। বাধ্য হয়ে তাই এবার নতুন পেশা নিলেন অভিনেত্রী।

কেন কাজ পাচ্ছেন না তনিমা সেন?

তনিমা সেনের বক্তব্য তাকে আর কাজের সুযোগই দেওয়া হচ্ছে না। উড়ান সিরিয়াল চলতে চলতে হঠাৎ করেই বাদ পড়ে যান তিনি। তারপর তেঁতুল পাতাতেও তাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে। এমনটা হওয়ার কারণ কী? অভিনেত্রীর মতে তিনি স্পষ্টবাদী বলে ফল ভুগছেন। তাই এবার তিনিও আর ইন্ডাস্ট্রির ভরসায় থাকতে চান না। এই বয়সে এসে নতুনভাবে নতুন পথে এগোতে চাইছেন তনিমা। আর সেই কারণেই তিনি বেছে নিলেন নতুন পেশা।

Tanima Sen

কোন নতুন পেশা নিলেন তনিমা সেন?

বর্তমানে যেহেতু তার কাছে নিয়মিত কাজ নেই, তাই এই সময়টাকে কাজে লাগিয়ে ইউটিউবে কিছু করতে চাইছেন তনিমা। ৬০ বছর বয়স পেরিয়েও তিনি থেমে থাকতে রাজি নন। নতুন শুরুর জন্য তিনি নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। তিনি তার নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন চিত্রশিল্পীদের নিয়ে। ছবি আঁকার দিকে তার খুব আগ্রহ রয়েছে। তাই তিনি নতুন এবং পুরনো অভিজ্ঞ চিত্রশিল্পীদের তুলে ধরবেন তার ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন : মিমি-কোয়েল থেকে শ্রাবন্তী-শুভশ্রী! ছোটবেলায় কেমন দেখতে ছিলেন টলিউডের নায়িকারা?

Tanima Sen Starts Her New Journey With Youtube

আরও পড়ুন : শুধু লোকদেখানি বড়লোকিয়ানা! এখনকার অভিনেতাদের ধুয়ে দিলেন শাশ্বত চ্যাটার্জী

তনিমা এবার থেকে চিত্রশিল্পীদের কাছে গিয়ে তাদের সাক্ষাৎকার নেবেন। তারপর সেই ভিডিও তুলে ধরবেন তার ইউটিউব চ্যানেলে। এতে যেমন পুরনো চিত্রশিল্পীদের সাক্ষাৎকার থাকবে, তেমনি নতুন চিত্রশিল্পীরাও তার চ্যানেল মারফত পৌঁছে যাবেন নেট নাগরিকদের কাছে। অবশ্য এর জন্য কিন্তু তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন এমনটা নয়। তনিমা কোনও ভালো চরিত্রের অপেক্ষায় রয়েছেন। ভালো কাজ পেলে তবেই আবার তাকে দেখা যাবে ক্যামেরার সামনে। আর সামনে ‘‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’’ সিনেমাতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি দৃশ্যে অভিনয় করবেন তিনি।