গত বছরের আগস্ট মাস থেকেই তার হাতে কাজ নেই। যে সিরিয়াল করছিলেন সেখান থেকেও মাঝপথে বাদ দিয়ে দেওয়া হলো তাকে। কথা হচ্ছে অভিনেত্রী তনিমা সেনকে নিয়ে। অভিনেত্রী হিসেবে তিনি যে কতখানি দক্ষ সেটা আলাদা করে বলে দিতে হয় না। কিন্তু শুধু দক্ষতা হয়তো এখনকার যুগে কাজের জগতে যথেষ্ট নয়। তাইতো এখন আর টলিউডের কাজ পাচ্ছেন না তনিমা সেন। বর্ষীয়ান এই অভিনেত্রীকে তাই এই বয়সে এসে নিতে হল নতুন পেশা।
বাংলা সিরিয়াল এবং সিনেমাতে চুটিয়ে কাজ করেছেন তনিমা। গত বছর পর্যন্ত তাকে স্টার জলসার একাধিক সিরিয়ালের অভিনয় করতে দেখা গিয়েছে। অনুরাগের ছোঁয়া থেকে উড়ান, তনিমার হাতে কাজের অভাব কিন্তু ছিল না। তবুও গত বছরের একুশে আগস্ট হঠাৎ করেই তাকে উড়ান সিরিয়াল থেকে বাদ দিয়ে দেওয়া হল। অনুরাগের ছোঁয়াতেও এখন আর দেখা যায় না তাকে। সেটা অবশ্য গল্প লিপ নেওয়ার কারণে। এখন মাঝেমধ্যে তেঁতুল পাতা সিরিয়ালে তাকে দেখা যায়। কিন্তু সেটাও নিয়মিত নয়।
কেন কাজ পাচ্ছেন না তনিমা?
তনিমাকে যে হঠাৎ কেন এমন পরিস্থিতি মুখে পড়তে হলেও এটা তার নিজেরও জানা নেই। আসলে তনিমা খুবই স্পষ্টবাদী ধরনের মানুষ। হয়তো বা সেই কারণেই তিনি বাদ পড়ে থাকবেন। তার এমন স্বভাব হয়তো তার শত্রু বাড়িয়ে তুলেছে যে কারণে তিনি কাজ পাচ্ছেন না। তবে কাজের অভাবে তনিমা কিন্তু বসেও নেই। ৬০ বছর বয়সে এসে তিনি ইউটিউবে চ্যানেল খুলে নতুনভাবে শুরু করতে চলেছেন জীবন।
আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন সুভদ্রা মুখার্জী? জানলে চোখে জল আসবে
আরও পড়ুন : প্রসেনজিৎকে নয়, এই তারকা ক্রিকেটারকে বিয়ে করতে চেয়েছিলেন দেবশ্রী রায়
তনিমার মতে এমনিতেই ইন্ডাস্ট্রিতে এখন কাজের সংখ্যা কমে আসছে। তার কথায়, “আমার ক্ষেত্রে এটা চরম সত্য। ২১ অগাস্ট থেকে আমার হাতে কোন কাজ ছিল না। সম্প্রতি তেঁতুলপাতায় অতিথি শিল্পী হিসেবে একটি প্রস্তাব পেয়েছি। সেটা আমি গ্রহণ করেছি। পাঁচ-সাতদিনের কাজ, একদিনের শুটিং বাকি আছে। বিনা নোটিশে ‘উড়ান’ থেকে বসিয়ে দেওয়ার পর আমি কোনও কাজ পাইনি। ২০০ দিন পার হয়ে গিয়েছে। আমি সিরিয়াল ছাড়িনি সিরিয়াল আমাকে ছেড়েছে। যদি কোনওদিন আবার আমি প্রস্তাব পাই সেদিন নিশ্চয়ই করব। আপাতত এই সময়ে নিজের ইচ্ছেগুলো নিয়ে বাঁচি। আমাদের মতো বর্ষীয়ান শিল্পীদের পক্ষে রোজ কাজ করাটাও একটু সমস্যা। মাসে ১২-১৩ দিন কাজ হলে ভাল হয়।”