“বাথরুমে শরীরের প্রতিটি অঙ্গ ছুঁয়ে…!” গ্ল্যামারাস দেখানোর গোপন সিক্রেট ফাঁস করলেন তামান্না ভাটিয়া

৩৫ পেরিয়েও ১৬ এর গ্ল্যামার গোটা শরীর জুড়ে! তামান্না ভাটিয়া সৌন্দর্য্য দেখে হিংসে করেন বলিউড নায়িকারাও। স্ত্রী ২ সিনেমার ‘আজ কি রাত’ আইটেম ড্যান্সে তার থেকে নজর ফেরানো যায় না। তামান্নার এত রূপের রহস্য কী? সম্প্রতি এই প্রশ্নের জবাব দিয়েছেন নায়িকা। জানিয়েছেন নিজেকে ভালো রাখা ও সুন্দর দেখানোর টিপস।

সম্প্রতি তামান্না ভাটিয়া শেয়ার করেছেন তার বাথরুম সিক্রেট। জানিয়েছেন তিনি তার শরীরকে খুবই ভালোবাসেন। স্নানের সময় তিনি তার শরীরের প্রতিটি পার্ট ছুঁয়ে দেখেন। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি ফিরে তিনি স্নান করেন, আর সেই সময়ই তামান্না তার শরীরের প্রতিটি অঙ্গকে ছুঁয়ে দেখেন আর ধন্যবাদ দেন।

Tamannaah Bhatia

তামান্নার কথায়, “আমি আমার শরীরটাকে খুব ভালোবাসি। সারাদিন কাজের পর আমি স্নান করি। এবং আমার শরীরের বিভিন্ন পার্ট ছুঁয়ে দেখি। এটা হয়তো একটু অদ্ভুত লাগবে শুনতে। কিন্তু, কেন করব না বলতে পারেন? আমি জানি প্রতিদিন ঠিক কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি।”

আরও পড়ুন : একাধিক বিয়ে, স্ত্রীদের একসঙ্গে রাখতে চেয়েছিলেন! উদিত নারায়ণের জীবনে রয়েছে অনেক বিতর্ক

Tamannaah Bhatia

আরও পড়ুন : ৮০ পেরিয়েও চকচক করছে ত্বক! মুখে কী মাখেন অমিতাভ বচ্চন?

তামান্না বলেছেন রোগা হওয়ার সঙ্গে ভালো থাকা কিংবা ভালো লাগার কোনও সম্পর্ক নেই। একটা সময় ছিল যখন তিনিও ভাবতেন রোগা হলেই দেখতে ভালো লাগে। কিন্তু এখন তিনি মনে করেন চেহারা যেমনই হোক না কেন, তিনি সুন্দর। প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করতে চান। নিজেকে এই ভাবেই ভালো রাখেন তিনি। কী পেলেন, কী পেলেন না এসব নিয়ে তিনি একদমই ভাবেন না। তিনি নিজেকে নিয়ে খুশি। তারই প্রতিফলন ধরা পড়ে ক্যামেরায়।